শিক্ষা এক অদম্য শক্তি। এই শক্তির বলে আলোকিত হয়ে উঠুক বাংলাদেশের প্রতিটি প্রান্তর, তাই বিনামূল্যে শিক্ষার আলোকে বাংলাদেশের প্রতিটি স্থানে পৌঁছে দেওয়া NearSchool এর লক্ষ্য ও উদ্দেশ্যে।
স্থাপিত
এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে NearSchool এর যাত্রা শুরু ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর। সর্বস্ততের মানুষের কাছে শিক্ষা পৌছে দেওয়া আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
শিক্ষা দরিদ্র ও ধনী সবার জন্য। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অভিভাবকেরা তাদের সন্তানদের ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিতে পারেন না। তাই NearSchool দরিদ্র ও মেধাবী এবং যারা সামাজিক সুবিধা-বঞ্চিত সবার মাঝে পড়াশোনার সুযোগ করে দিবে।
NearSchool একটি অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান যা সর্বদা বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকবে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
-
সর্বদা বিনামূল্যে শিক্ষার আলোকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রযুক্তির মাধ্যমে পৌঁছানো।
-
সামাজিক সুবিধা-বঞ্চিত ও অর্থের অভাবে যারা পড়াশোনা করতে পারে না। সেই সকল মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া।
-
বিভিন্ন জায়গায় রাস্তার পাশে থাকা সাহায্য বঞ্চিত গরিব ও মা বাবা ছাড়া শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া।
পড়াশোনা নিয়ে কিছু কথা
-
অনেক ছাত্রছাত্রী আছে যারা ভালো টিচারে অভাবে ভালো রেজাল্ট করতে পারেনা। আবার আলাদা টিচারে কাছে পড়তে ব্যয়বহুল হয়ে যায়। তখন আমাদের প্রয়োজনীয় বিষয় আনুযায়ী NearSchool থেকে পড়াশোনা করতে পারি।
-
আমাদের অনেকে সময় অযথা ফেইজবুকিং, চ্যাটিং ট্রাফিক সিগনালের মধ্যে নষ্ট হয়ে যায়। ওই সময়টায় NearSchool থেকে পড়াশোনা করতে পারি।
-
আবার কিছুদিনের জন্য বাড়ির বাহিরে দূরে কোথাও বেড়াতে যাবার সময় বই নিয়ে যাওয়া সম্ভব হয় না। তখনও আমরা NearSchool এর মাধ্যেমে পড়াশোনা করতে পারি।
-
নিজেই শিখি এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করি। Near School এর উদ্দেশ্যেই হলো দেশের প্রতিটি ঘরে ঘরে বিনামূল্য শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়া। NearSchool সব সময় সবর্দা সবার জন্য উন্মুক্ত। NearSchool এর পাশে থাকুন।