পরিসংখ্যান, চলক ও প্রতীক-১ ১. পরিসংখ্যান শব্দের প্রবর্তক কে ? ডব্লিউ আই কিং মহলানবিশ বাউলি সিক্রিস্ট ২. কোন ক্ষেত্রে Test of Hypothesis ব্যবহৃত হয়? পরিকল্পনায় অর্থনীতিতে চিকিৎসা ক্ষেত্রে শিল্পকারখানায় ৩. তথ্য বিশ্বের প্রতিনিধিত্বকারী অংশকে কী বলে? নমুনা ধ্রুবক চলক সমগ্রক ৪. সংখ্যাবাচক চলক বৈশিষ্ট্যের কী প্রকাশ করে? প্রতীক পরিমাপ গুণ ত্রুটি ৫. নিচের কোনটি নাম সূচক স্কেলে পরিমাপ করা হয়? সড়কে দুর্ঘটনার সংখ্যা মোবাইল ফোন নম্বর রক্তচাপ কম্পিউটারের মনিটরের সাইজ ৬. পরিসংখ্যানের বৈশিষ্ট্য কোনটি? তথ্য সংগ্রহ তথ্য উপস্থাপন তথ্যের সমষ্টি তথ্য বিশ্লেষণ ৭. আধুনিক পরিসংখ্যানের জনক কে? রবাট এড্রাইন স্যার রোনাল্ড আইলমার ফিশার জন গ্রান্ট কার্ল ফ্রেন্ডারিচ গস ৮. নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? ধর্ম রোগীর শরীরের তাপমাত্রা রিক্সার চাকার সংখ্যা ক্লাসের ছাত্রসংখ্যা ৯. কোন স্কেলে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যায়? নামসূচক স্কেল শ্রেণিসূচক স্কেল আনুপাতিক স্কেল ক্রমসূচক স্কেল ১০. নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? ওজন বৃষ্টিপাতের পরিমাণ মেধা টিভির সাইজ কুইজ সমাপ্ত করুন