পাঠ পরিচিতি -২

পাঠ পরিচিতি -২

১. "ঘৃণার কার্তুজ" বলতে কবি কী বুঝিয়েছেন?

  • গুলি ছুঁড়তে ঘৃণা করা
  • দাঁত দিয়ে কার্তুজ ছিঁড়তে ঘৃণা বোধ করা
  • বিস্ফোরণ্মুখ ঘৃণা
  • ঘৃণাকে অস্ত্র বানানো

২. "তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে"- উক্তিটিতে প্রকাশ পায় - i. পাকিস্তানি বাহিনী বাঙালির রক্তে হাত রাঙিয়েছিল ii. মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নিয়েছেন iii. মুক্তিসেনারা পাকবাহিনীর কলঙ্কিত হাত গুঁড়িয়ে দিয়েছে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii