পদক্রম

পদক্রম

১. বাংলা বাক্যে সাধারণত পদক্রম কেমন হয়?

  • কর্তা + ক্রিয়া + কর্ম
  • কর্ম + ক্রিয়া + কর্তা
  • কর্তা + কর্ম + ক্রিয়া
  • কর্তা + ক্রিয়া + কর্ম

২. বাক্যে 'না' অথবা 'নে' ব্যবহারের ক্ষেত্রে কোন উক্তিটি অসত্য?

  • সমাপিকা ক্রিয়ার পরে বসে
  • অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে
  • বিশেষণীয় বিশেষণ হিসেবে বিশেষণের পূর্বে বসে
  • 'যদি' দিয়ে শুরু হওয়া বাক্যসমূহে 'না' সমাপিকা ক্রিয়ার পরে বসে

৩. বাক্যে বিশেষণের অবস্থান হওয়া উচিত -

  • ক্রিয়ার পূর্বে
  • ক্রিয়ার পরে
  • বিশেষ্যের পারে
  • সম্পর্কিত শব্দের পাশে

৪. অসত্য উক্তিটি চিহ্নিত করো

  • সর্বনামের অবস্থান বদলের ফলে বাক্যের অর্থ বদলে যেতে পারে
  • একই ধরনের অব্যয়ের পর পর পুনরুক্তি না থাকাই শ্রেয়
  • পূর্বগামী বিশেষ্যের বচন অনুসারে অনুগামী সর্বনামের বচন সংগতি রক্ষা জরুরি নয়
  • একই বাক্যে সাধু ও চলিতের মিশ্রণ গ্রহণযোগ্য নয়