পদক্রম ১. বাংলা বাক্যে সাধারণত পদক্রম কেমন হয়? কর্তা + ক্রিয়া + কর্ম কর্ম + ক্রিয়া + কর্তা কর্তা + কর্ম + ক্রিয়া কর্তা + ক্রিয়া + কর্ম ২. বাক্যে 'না' অথবা 'নে' ব্যবহারের ক্ষেত্রে কোন উক্তিটি অসত্য? সমাপিকা ক্রিয়ার পরে বসে অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে বিশেষণীয় বিশেষণ হিসেবে বিশেষণের পূর্বে বসে 'যদি' দিয়ে শুরু হওয়া বাক্যসমূহে 'না' সমাপিকা ক্রিয়ার পরে বসে ৩. বাক্যে বিশেষণের অবস্থান হওয়া উচিত - ক্রিয়ার পূর্বে ক্রিয়ার পরে বিশেষ্যের পারে সম্পর্কিত শব্দের পাশে ৪. অসত্য উক্তিটি চিহ্নিত করো সর্বনামের অবস্থান বদলের ফলে বাক্যের অর্থ বদলে যেতে পারে একই ধরনের অব্যয়ের পর পর পুনরুক্তি না থাকাই শ্রেয় পূর্বগামী বিশেষ্যের বচন অনুসারে অনুগামী সর্বনামের বচন সংগতি রক্ষা জরুরি নয় একই বাক্যে সাধু ও চলিতের মিশ্রণ গ্রহণযোগ্য নয় কুইজ সমাপ্ত করুন