রাষ্ট্রীয় ব্যবসায়-২

রাষ্ট্রীয় ব্যবসায়-২

১. রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি কোনটি?

  • বিধিবদ্ধ
  • সনদপ্রাপ্ত
  • নিবন্ধিত
  • অ-নিবন্ধিত

২. কর্ণফুলী পেপার মিল কোন সংস্থার অন্তর্ভুক্ত?

  • BTMC
  • BJMC
  • BCIC
  • BSFIC

৩. বাংলাদেশ সরকার সরকারি-বেসরকারি অংশীদারভিত্তিক ব্যবসায় PPP চালু করে কত সালে?

  • 2000
  • 2010
  • 2011
  • 2012

৪. দেশের নিরাপত্তার জন্য্ কোনটির উৎপাদন রাষ্ট্রীয় মালিকানায় থাকা বাঞ্চনীয়?

  • দেশরক্ষার সাজসরঞ্জাম
  • অর্থ বা মুদ্রা
  • পাট ও পাটজাত দ্রব্য
  • ওষুধপত্র

৫. রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকারের মালিকানার পরিমাণ কত?

  • 99.99%
  • 51%
  • 100%
  • 49%

৬. বাংলাদেশ রেলওয়ে কোন মালিকানায় প্রতিষ্ঠিত?

  • যৌথ
  • বেসরকারি
  • সরকারি
  • বিদেশি

৭. রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা কাঠামোতে শীর্ষ স্তরে কার অবস্থান?

  • চেয়ারম্যান
  • ব্যবস্থাপনা পরিচালক
  • সংশ্লিষ্ট মন্ত্রণালয়
  • উপদেষ্টা

৮. কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহির্ভূত?

  • ডাক বিভাগ
  • পল্লী বিদ্যুৎ
  • বিটিটিবি
  • ওয়াসা

৯. টেলিটক কোন ব্যবসায়ের অন্তর্গত?

  • বৈদেশিক সংস্থার ব্যবসায়
  • আধাস্বায়ত্তশাসিত ব্যবসায়
  • কোম্পানি ব্যবসায়
  • রাষ্ট্রীয় ব্যবসায়

১০. ওয়াসা কত জনসংখ্যার পানি সরবরাহ করে?

  • 12.8 মিলিয়ন
  • 13.5 মিলিয়ন
  • 12.5 মিলিয়ন
  • 11.5 মিলিয়ন