ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার-১

ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার-১

১. সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় কোনটি?

  • ই-ব্যাংকিং
  • ই-কমার্স
  • ই-রিটেইলিং
  • ই-মার্কেটিং

২. অনলাইন ব্যবসায়ে অপ্রয়োজনীয় কোনটি?

  • ক্রেতা
  • মূলধন
  • সেবা প্রদান
  • অফিস ও পরিবহন খরচ

৩. যোগাযোগ প্রযুক্তির একমাত্র সংশ্লিষ্ট মাধ্যম কোনটি?

  • সফটওয়্যার
  • কম্পিউটার
  • হার্ডওয়্যার
  • মডেম

৪. মিস আদিবা একটি অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। তথ্য সংগ্রহ, রেকর্ডভুক্তকরণ এবং প্রক্রিয়াকরণ করে তা ব্যবহার উপযোগী করে রাখাই তার কাজ। মিস আদিবার নিচের কাজটি কোনটির সাথে সম্পৃক্ত?

  • ইন্টারনেট প্রযুক্তি
  • যোগাযোগ প্রযুক্তি
  • তথ্য প্রযুক্তি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৫. কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযুক্তির মাধ্যম কোনটি?

  • KYC ফরম
  • এটিএম কার্ড
  • টেলিফোন
  • মডেম

৬. ইলেকট্রনিক মূল্য পরিশোধ পদ্ধতি কত সালে শুরু হয়?

  • 1940
  • 1941
  • 2000
  • 2001

৭. ই-কমার্সের মূল মাধ্যম কী?

  • টেলিভিশন
  • টেলিফোন
  • ইন্টারনেট
  • রেডিও

৮. কত শতাব্দীতে ই-ব্যাংকিং কার্যক্রম শুরু হয়?

  • 1989 সাল
  • 1990 সাল
  • 1991 সাল
  • 1992 সাল

৯. B2C এর পূর্ণরূপ কী?

  • Business Consumer
  • Business to Client
  • Business to Customer
  • Business Commerce

১০. চেক এর আধুনিক বিকল্প কোনটি?

  • ই-ব্যাংকিং
  • ই-মেইল
  • এটিএম কার্ড
  • ই-গভর্নেন্স