মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স-১ ১. আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করেছে? সিডি মিডিয়া ইমেইল কম্পিউটার ২. এক কথায় মাল্টিমিয়িা মানে কী? প্রকাশ মাধ্যম বহু মাধ্যম সংবাদ মাধ্যম দূরযোগাযোগ ৩. কোনটি মাল্টিমিডিয়ার উপাদান নয়? বর্ণ চিত্র শব্দ বিদ্যুৎ ৪. কোন সালে সিনেমা আবিষ্কৃত হয়? 1865 1875 1885 1895 ৫. কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টার্একটিভ অভিজ্ঞতা বুঝায় তার উপাদান কয়টি? একটি দুইটি তিনটি চারটি ৬. কম্পিউটারের ব্যাপক ব্যবহার শুর হয়? i.তথ্য প্রক্রিয়াকরণর জন্য ii.তথ্য পারাপাক করার জন্য iii. লেকালেখি করার জন্য i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. প্রচলিত ধারণা ও প্রচলিতযন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাভিষিক্ত করার প্রবণতা বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে? প্রিন্টার কম্পিউটার স্ক্যানার ইন্টারন্টে ৮. মাল্টিমিডিয়া উপাদান “বর্ণ” অপর কী নামে পরিচিত? ভিডিও এনিমেশন গ্রাফিস্ক টেক্সট ৯. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবাহর শুরু হয় কোন দশকে? ষাটের দশকে আশির দশকে নব্বইয়ের দশকে সত্তরের দশকের ১০. কোনটি প্রস্তুত হওয়ার গ্রাফিক্স তার নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করছে? রাডার ইন্টার্যাকটিভ সফটওয়্যর ইন্টারনেট টেলিপ্রিন্টার কুইজ সমাপ্ত করুন