আমার শিক্ষায় ইন্টারনেট-১

আমার শিক্ষায় ইন্টারনেট-১

১. ডিজিটাল কনটেন্ট কোন পদ্ধতিতে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে?

  • হাইব্রিডপদ্ধতিতে
  • এনালগ পদ্ধতিতে
  • ইমেইল আকরে
  • চিত্র আকারে

২. ডিজিটাল কনটেন্ট কোনটি আকরে সম্প্রচারিত হতে পারে?

  • LA
  • WAN
  • Computer file
  • FTP

৩. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?

  • ইমেইল
  • টেক্সট
  • পেনপ্রাইভ
  • প্রজেক্টর

৪. ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ই বুক সংবাদপত্র কী?

  • কাটূর্ন
  • ছবি
  • টেক্সট
  • এনিমেশন

৫. শ্বেতপত্র কী?

  • কার্টূন
  • এনিমেশন
  • ব্লগ
  • টেক্সট

৬. ভবিষ্যতে কিসের মাধ্যমে মানুষের রোগ নর্ণিয় করা যাবে?

  • গ্রাফিক্স
  • প্রোগ্রামিং
  • মোবইল
  • ফ্যাক্স

৭. ডিজিটাল কনটেন্ট হলো i.টেকস্ট ii.এনিশেন iii. অডিও

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. ছবি কনটেন্ট এর অন্তুর্ভূক্ত? i.কাটূর্ন ii.ইনফো গ্রাফিক্স iii. এনিমেটেড ছবি

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. ই-বুক এর পূর্ণ নাম কী?

  • ইলেকট্রিক
  • ই বই
  • ইলেকট্রনিক বুক
  • ইলেকট্রনিক বই

১০. ই-বুক পড়ার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়?

  • ইমেইল
  • ভিডিও প্লেয়ার সফটওয়্যার
  • এনিমেশন
  • ই-বুক রিডার