আকাইদ ও নৈতিক শিক্ষা-২

আকাইদ ও নৈতিক শিক্ষা-২

১. ইসলাম শব্দের অর্থ i.আনুগত্য করা ii. আত্মসমর্পণ করা iii. শান্তির পথে চলা

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. ইসলামের সকল শিক্ষা প্রতিষ্ঠিত- i.তাওহিদের উপর ii. কুরআনের উপর iii. হাদিসের উপর

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৩. কয়টি কাজের সমষ্টির নাম ইমান?

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

৪. ইমানের মৌলিক বিষয়গুলো পাওয়া যায়?

  • কুরআনে
  • হাদিসে
  • কুরআন-হাদিস
  • কুরআন হাদিস ইজমায়

৫. কোন দুইটি বিষয়ের সমন্বয়ে আমাদের জীবনকে সার্বিকভাবে গড়ে তুলতে হয়?

  • ইমান ও আমানত
  • ইমান ও ইসলাম
  • ইমান ও তাকওয়া
  • ইমান ও আহদ

৬. ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি কী সৃষ্টি করে?

  • সান্নিধ্য
  • অনুরাগ
  • শৃঙ্খলা
  • আনুগত্য

৭. হযরত আলি রা: এর ডাকনাম ছিল-

  • আবু তোরাব
  • যুলফিকার
  • আসাদুল্লাহ
  • বাহ্যিক দিক

৮. ইমান ও ইসলাম স্বীয় জীবনে বাস্তবায়ন করে সল হওয়া যাবে?

  • সমাজ ও রাজনীতিতে
  • দুনিয়া আখিরাতে
  • ধর্মীয় ও রাষ্ট্রীয় জীবনে
  • ব্যবসায় ও বাণিজ্যে

৯. জনাব শাহজাহান একজন সৎ মানুষ। ইসলামের সকল বিধি বিধান তিনি সঠিকভাবে পালন করেন। এর ফলে তিনি লাভ করবেন

  • দীর্ঘায়
  • সম্মান
  • সম্মান
  • জান্নাত

১০. মানবিক মুল্যাবোধ বিকাশে ইমানের ভুমিকা কীরুপ?

  • অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • খুবই সাধারণ
  • অত্যন্ত আপেক্ষিক
  • সাধারণ ও ঐচ্ছিক