আকাইদ ও নৈতিক শিক্ষা-২ ১. ইসলাম শব্দের অর্থ i.আনুগত্য করা ii. আত্মসমর্পণ করা iii. শান্তির পথে চলা i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. ইসলামের সকল শিক্ষা প্রতিষ্ঠিত- i.তাওহিদের উপর ii. কুরআনের উপর iii. হাদিসের উপর i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৩. কয়টি কাজের সমষ্টির নাম ইমান? দুটি তিনটি চারটি পাঁচটি ৪. ইমানের মৌলিক বিষয়গুলো পাওয়া যায়? কুরআনে হাদিসে কুরআন-হাদিস কুরআন হাদিস ইজমায় ৫. কোন দুইটি বিষয়ের সমন্বয়ে আমাদের জীবনকে সার্বিকভাবে গড়ে তুলতে হয়? ইমান ও আমানত ইমান ও ইসলাম ইমান ও তাকওয়া ইমান ও আহদ ৬. ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি কী সৃষ্টি করে? সান্নিধ্য অনুরাগ শৃঙ্খলা আনুগত্য ৭. হযরত আলি রা: এর ডাকনাম ছিল- আবু তোরাব যুলফিকার আসাদুল্লাহ বাহ্যিক দিক ৮. ইমান ও ইসলাম স্বীয় জীবনে বাস্তবায়ন করে সল হওয়া যাবে? সমাজ ও রাজনীতিতে দুনিয়া আখিরাতে ধর্মীয় ও রাষ্ট্রীয় জীবনে ব্যবসায় ও বাণিজ্যে ৯. জনাব শাহজাহান একজন সৎ মানুষ। ইসলামের সকল বিধি বিধান তিনি সঠিকভাবে পালন করেন। এর ফলে তিনি লাভ করবেন দীর্ঘায় সম্মান সম্মান জান্নাত ১০. মানবিক মুল্যাবোধ বিকাশে ইমানের ভুমিকা কীরুপ? অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই সাধারণ অত্যন্ত আপেক্ষিক সাধারণ ও ঐচ্ছিক কুইজ সমাপ্ত করুন