আকাইদ ও নৈতিক শিক্ষা-৩ ১. আশরাফুল মাখলুকাত বলা হয় কাদেরকে? মানুষ পশুপাখি জীবজন্তু গাছ-পালা ২. কালিমায়ে তায়্যিবায় বিশ্বাসী মানুষ যেকোনো সৃষ্টির সামনে মস্তক উন্নত রাখে ইমান প্রকাম করে সভ্যতা বজায় রাখে শালীনতা বজায় রাখে ৩. কোন ব্যক্তিতে সর্বদাই মানবিকতা ও নৈতিকতায় ধারক হয়? মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি মুত্তাকি ব্যক্তি সুফি ব্যক্তি ৪. তাওহিদ শব্দের অর্থ কী? অংশীবাদ একত্ববাদ বহুত্ববাদ অমুকাপেক্ষী ৫. ইমানের সর্বপ্রধান ও সর্বপ্রথম বিষয় কোনটি? তাসাউফ ইসলাম তাওহিদ তাকওয়া ৬. মুসলিম বা মুমিন হতে হলে সর্বপ্রথম কীসে বিশ্বাস করতে হবে? মহান আল্লাহর অীস্তত্বে মহান আল্লঅহার একত্ববাদে মহান আল্লাহর কর্ততের মহান আল্লাহর সার্বভৌমত্ব ৭. ইসলাম কার আনুগত্যের কথা বলে? আল্লাহর কুরআনের হাদিসের কোনটি নয় ৮. কোন বিশ্বাস মানুষের আত্মসচেতনতা আত্মর্যাদাবোধ জাগিয়ে তোলে? কিতাবে বিশ্বাস রিসালাতে বিশ্বাস আখিরাতে বিশ্বাস তাওহিদে বিশ্বাস ৯. তাওহিদে বিশ্বাস মানুষের মনে কী সৃষ্টি করে? উদার দৃষ্টিভঙ্গি সম্প্রীতি ভ্রাতৃত্ব মানবতাবোধ ১০. মুস্তাক তার বন্ধুদের কাছে বলেন যে, পৃথিবীর আপনা আপনিতেই সৃষ্টি হয়েছে। এ ধরনের কথার কারণে পরকালে মুস্তাকের স্থান হবে কোথায়? জাহান্নামে জান্নাতে দারুস সালামে চির শান্তিতে কুইজ সমাপ্ত করুন