শরিয়তের উৎস-২

শরিয়তের উৎস-২

১. কোন যুদ্ধে অনেক কুরআনে হাফিজ সাহাবি শাহাদাত বরন করেন?

  • ওহুদের যুদ্ধে
  • বদরের যুদ্ধে
  • ইয়ামামার যুদ্ধের
  • মুতার যুদ্ধে

২. কাতিবে ওহি ছিলেন

  • হযরত আব্দুল্লাহ ইবনে আরকাম রা:
  • হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রা:
  • হযরত আবউদল্লাহ ইবনে যুবায়র রা:
  • হযরত আব্দুল্লাহ ইবনে উম্নে মাকতুম রা:

৩. হেরা গুহায় সর্বপথম কুরআনের কোন সূরার পাঁচটি আয়াত নাজিল হয়?

  • ফালাক
  • আলাক
  • লাহাব
  • কদর

৪. শুদ্ধ ও সুন্দররূপে কুরআন তিলাওয়াত করাকে বলে?

  • তাজবিদ
  • সুন্নাহ
  • ইজমা
  • কিয়াস

৫. সাধারণভাবে কোনটির ভিত্তিতে প্রণীত বিধানে উপর আমল করা ওয়াজিব?

  • কিয়াস
  • কুরআন
  • সুন্নাহ
  • ইজমা

৬. আল কুরআন অন্যান্য আসমানি কিতাব থেকে ব্যত্রিকম কেন?

  • আল কুরআন একত্রে নাজিলকৃত
  • আল কুরআন নির্দিষ্ট জাতির জন্য
  • আল কুরআন নির্দিষ্ট সময়ের জন্য
  • আল কুরআন অল্প অল্প করে নাজিলকৃত

৭. তাজবীর তার ঘরকে দিনের আলোয় উজ্জ্বল রাখতে চায়। এ ক্ষেত্রে তার প্রয়োজন

  • ঘরে কুরআন তিলাওয়াত করা
  • ঘরটিকে মক্তবে পরিণত করা
  • ফরজ সালাত ঘরে পড়া
  • বৈদ্যুতিক আলোর ববস্থা করা

৮. কুরআন পড়া উচিত- i. বুঝে শুনে ii. চিন্তা গবেষণা সহকারে iii. শিক্ষা ও উপদেশ অনুধাবন করে

  • I ও ii
  • I ও iii
  • ii ও iii
  • I, ii ও iii

৯. খাতমুন নবুয়তে রয়েছে i.রিসালাতের বর্ণনা ii.রিসালাতের শেষ কথা iii. রিসালাতের শেষ ধারা

  • I ও ii
  • I ও iii
  • ii ও iii
  • I, ii ও iii

১০. রাহাত সাহেব মসজিদ কমিটির সভাপতি হওয়ার পর মসজিদে সকাল বিকাল ফ্রি কুরআন শিক্ষা চালু করেন। রাহাত সাহেবের কুরআন শিক্ষা চালুর কারণ i. ইসলামে জ্ঞানার্জন ফরয ii. এলাকাবাসীর প্রশংসা অর্জন iii. মসজিদের ব্যয় হ্রাস পাবে

  • I ও ii
  • I ও iii
  • ii ও iii
  • I, ii ও iii