নূরলদীনের কেথা মনে পড়ে যায় টেস্ট-১ ১. সৈয়দ শাসসুল হক কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? ১৯০৫ খ্রিষ্টাব্দের ২৫শে ডিসেম্বর ১৯২৫ খ্রিষ্টাব্দে ২৭শে ডিবেম্বর ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭শে ডিসেম্বর ১৯১৫ খ্রিস্টাব্দে ২৬শে ডিসেম্বর ২. সৈয়দ মামসুল হকের পিতার নাম কী? সৈয়দ সিদ্দিক হুসাইন সৈয়দ কবির হোসেন সৈয়দ কামরুজ্জামান সৈয়দ জাহান ৩. সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন? বাংলা সাহিত্যের পদার্থ সাহিত্যের সমাজবিজ্ঞান বিভাগের ইংরেজি সাহিত্যের ৪. সৈয়দ শামসুল হক প্রথমে কোন পেশাকে বেছে নিয়েছিলেন? সাংবাদিকতা শিক্ষকতা আইন ব্যবসা ৫. বৈশাখে রচিত পঙক্তিমালা’ কোন ধরনের রচনা? ছোটগল্প উপন্যাস কবিতাগ্রন্থ নাটক ৬. কোনটি সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ? সোজন বাদিয়ার ঘাট নকশী কাঁথার মাঠ আপন যৌবন বৈরী পরানের গহীন ভিতর ৭. কোনটি সৈয়দ শামসুল হকের কাব্য নাটক? সীমান্তের সিংহাসন পায়ের আওয়াজ পাওয়া যায় বৃষ্টি ও বিদ্রোহীগণ একদা এক রাজ্যে ৮. সৈয়দ শামসুল হক নিচের কোন পদকটি লাভ করেছেন? একুশের পদক মুক্তধারা সাহিত্য পুরস্কার জগত্তারিণী পদক আলাওল সাহিত্য পুরস্কার ৯. সৈয়দ শামসুল হকের সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে কোন ভাবটি পোষণ করতেন? নিরীক্ষাপ্রিয় মনোভাব প্রতীক ধর্মী মনোভাব প্রচারধর্মী মনোভাব গবেষণা প্রবণ মনোভাব ১০. ‘গণনায়ক’ কাব্যনাটকটি কে রচনা করেছেন? সেলিম আল দীন খ সিকান্দার আবু জাফর হাসান আজিজুল হক সৈয়দ শামসুল হক কুইজ সমাপ্ত করুন