দ্বিতীয় অঙ্ক - দ্বিতীয় দৃশ্য

দ্বিতীয় অঙ্ক - দ্বিতীয় দৃশ্য

১. সিরাজউদ্দৌলা নাটকে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সময়কাল -

  • ১৭৫৬ সাল, ১৯এ মে
  • ১৭৫৭ সাল, ১৯এ মে
  • ১৭৫৬ সাল, ১৯এ জুন
  • ১৭৫৭ সাল, ১৯এ জুন

২. সিরাজউদ্দৌলা নাটকে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য কোন স্থানে ছিল?

  • মিরজাফরের আবাস
  • নবাবের আবাস
  • ঘসেটি বেগমের বাড়ি
  • সিরাজের শিবির

৩. কত টাকা খেসারত দিয়ে মানিকচাঁদ মুক্তি পায়?

  • ২০ লক্ষ টাকা
  • ৫ লক্ষ টাকা
  • ১০ লক্ষ টাকা
  • ১৫ লক্ষ টাকা

৪. কে আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠায় কোম্পানির কাছে?

  • মিরজাফর
  • মির মুন্সি
  • মিরমর্দান
  • রাজবল্লভ

৫. কোম্পানির কত টাকা দাবি ছিল?

  • এককোটি টাকা
  • ৫০ লক্ষ টাকা
  • দুইকোটি টাকা
  • ৭০ লক্ষ টাকা