রক্তে আমার অনাদি অস্থি টেস্ট-১

রক্তে আমার অনাদি অস্থি টেস্ট-১

১. কবি দিলওয়ার কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ১৯৩৫ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি
  • ১৯৩৭ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি
  • ১৯৩৮ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি
  • ১৯৩৬ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি

২. কবি দিলওয়ারের মাতার নাম কী?

  • কমিরুন্নেসা
  • হালিমুন্নেসা
  • সবুরন্নেসা
  • রহিমুন্নেসা

৩. কবি দিলওয়ার কী হেসেবে সমধিক পরিচিত?

  • বিদ্রোহী কবি
  • মানবতাবাদী কবি
  • দুঃখবাদী কবি
  • গণমানুষের কবি

৪. কবি দিলওয়ার কত সাল পযন্ত ‘দৈনিক গণকণ্ঠে’ সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন?

  • ১৯৭০-৭২ সাল
  • ১৯৭৪-৭৫ সাল
  • ১৯৭৫-৭৬ সাল
  • ১৯৭৩-৭৪ সাল

৫. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

  • বনফুল
  • জিজ্ঞাসা
  • সোনালী-কাবিন
  • জীবন-জিজ্ঞাসা

৬. দৈনিক সংবাদ’ পত্রিকায় কত সালে দিলওয়ার কাজ করেন?

  • ১৯৬৭ সালে
  • ১৯৭৩ সালে
  • ১৯৭৭ সালে
  • ১৯৭৮ সালে

৭. কবি দিলওয়ারের কবিতা রচনার মূল লক্ষ্য কী ছিল?

  • গণমানবের মুক্তি
  • স্বৈরাচার থেকে মুক্তি
  • বিদেশি আক্রমণ
  • কৃষকের মুক্তি

৮. উদ্ভিদ উল্লাস’ কোন ধরনের রচনা?

  • প্রবন্ধগ্রন্থ
  • ছোটগল্প
  • কাব্যগ্রন্থ
  • উপন্যাস

৯. নিম্নের কোনটি দিলওয়ারের কাব্যগ্রন্থ?

  • বাঁশী
  • ক্ষণিকা
  • অভিযান
  • ঐকতান

১০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় যমুনার নিকট কী প্রত্যাশা করা হয়েছে?

  • প্রেম
  • মরণ
  • স্বপ্ন
  • যৌবন