পলাশির যুদ্ধ (১৭৫৭ খ্রিষ্টাব্দ)

পলাশির যুদ্ধ (১৭৫৭ খ্রিষ্টাব্দ)

১. কলকাতা অধিকারের পর সিরাজ-উদ-দৌলা এটির নাম কী রাখেন?

  • সিরাজনগর
  • আলীনগর
  • মুর্শিদাবাদ
  • আলীগড়

২. সিরাজ-উদ-দৌলা মীরজাফরের পরিবর্তে বখশী পদে কাকে নিয়োগ করেন?

  • মীরমদন
  • আলী মর্দন
  • মোহনলাল
  • সিনফ্রে

৩. দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে?

  • ওয়ারেন হেস্টিংস
  • ওয়ারেন হেস্টিংস
  • কর্নওয়ালিস
  • মিলটন

৪. মীর কাশিম ছিলেন- i.সুদক্ষ শাসক ii.স্বাধীনচেতা iii. দূরদর্শী রাজনীতিবিদ নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii ও iii

৫. শাহ আলম কোন অঞ্চ‌‌‌লের সম্রাট ছিলেন?

  • দিল্লি
  • সিন্ধু
  • অযোধ্যা
  • কাশ্মীর

৬. সিফফনের যুদ্ধে হযরত আলি (রা)-এর যখন জয় প্রায় নিশ্চিত, তখন তিনি যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। আলির সাথে সাদৃশ্যপূর্ণ হলেন-

  • সিরাজ-উদ-দৌলা
  • মীর কাশিম
  • ক্লাইভ
  • খলজি

৭. পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ - i. নবাবের রাজনৈতিক অদূরদর্শিতা ii. মীর জাফরের বিশ্বাসঘাতকতা iii. নবাবের চারিত্রিক কঠোরতা নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii ও iii

৮. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সিফফিনের যুদ্ধের হযরত আলী (রা) এর আক্রমনে মুয়াবিয়া (রা) যখন কোণঠাসা হয়ে পড়েন তখন, আমর আল-মাস (রা) এর কূটচালে হযরত আলী (রা) যুদ্ধ বন্ধ করেন এবং নিজের পরাজয় ডেকে আনেন। উদ্দীপকের যুদ্ধের সাথে উপমহাদেশের কোন যুদ্ধের মিল পাওয়া যায়?

  • পলাশীর যুদ্ধ
  • বক্সারের যুদ্ধ
  • কর্ণাটকের যুদ্ধ
  • গিরিয়ার যুদ্ধ

৯. উল্লেখিত যুদ্ধে-

  • বাংলা স্বাধীনতা হারিয়েছিল
  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • বাংলা থেকে ইংরেজরা বিতাড়িত হয়েছিল
  • ফরাসিরা ক্ষমতাশীল হয়েছিল

১০. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: উত্তরাধিকার সূত্রে বহলপুর রাজ্যের শাসক হন স্বাধীনচেতা যুবক রাজেন্দ্র রাজ। রাজ্যের জনগণের জন্য কাজ করতে গিয়ে ঘরে ও বাইরের শত্রুর মুখোমুখি হন তিনি। নিজের প্রজ্ঞার অপরিপক্বতায় ও প্রধান আইন প্রশাসকের বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত তাকে হার মানতে হয় পাশের রাজ্যের কাছে। পরবর্তীতে রাজ্যের জনগণকে এর অনেক মূল্য দিতে হয়। উদ্দীপকে রাজেন্দ্র রাজের পরাজয় উপমহাদেশের কোন যুদ্ধের সাথে মিল রয়েছে?

  • কর্ণাটকের প্রথম যুদ্ধ
  • কর্ণাটকের তৃতীয় যুদ্ধ
  • পলাশির যুদ্ধ
  • বক্সারের যুদ্ধ

১১. উক্ত যুদ্ধের মতো বহলপুরের রাজ্যেও - i. বিদেশি শাসনের পথ প্রশস্ত হয় ii. স্বাধীনতার সূর্য অস্তমিত হয় iii. বিশ্বাসঘাতক পুরস্কৃত হতে পারে নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii ও iii