মুঘল শাসন আমলে বাংলার শাসকদের ধারাবাহিক তালিকা

মুঘল শাসন আমলে বাংলার শাসকদের ধারাবাহিক তালিকা

১. পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলায় আশ্রয় নেন কোন মুঘল সম্রাট-

  • জাহাঙ্গীর
  • হুমায়ুন
  • শাহজাহান
  • আকবর

২. শাহজাহান কত সালে কাশিম খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন?

  • ১৬৩২
  • ১৬২৪
  • ১৬১৫
  • ১৬০৮

৩. কার শাসনামলে বাংলার শিক্ষা ও সংস্কৃতির উন্নতি হয়?

  • আলীবর্দী খাঁ
  • মুর্শিদকুলি খাঁ
  • সরফরাজ
  • সুজাউদ্দীন

৪. রাজবল্লভ কে ছিলেন?

  • ঢাকার নায়েব
  • ধনকুবের
  • নবাবের সেনাপতি
  • পূর্ণিয়ার শাসনকর্তা

৫. সম্রাট আওরঙ্গজেব কেন বোম্বাই দখলের নির্দেশ দেন?

  • জন চাইল্ডকে শিক্ষা দিতে
  • ক্লাইভকে খুশি করতে
  • পলাশি জয়ের জন্য
  • অর্থনৈতিক সংকটের জন্য