ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহ ১. মৌর্য শাসন এবং ভারত সম্পর্কে ঐতিহাসিক বিবরণ আছে যে গ্রন্থে - কুইন্টার কিতাবুল হিন্দ ইন্ডিকা মেগাস্থিস ২. কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে? ১৪৯২ ১৪৯০ ১৪৯৮ ১৪০০ ৩. কার নেতৃত্বে পর্তুগিজগণ সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠেন? আলবুকার্ক ভাস্কো-দা-গামা কলম্বাস ক্লাইভ ৪. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ১৬০০ ১৬০১ ১৬০২ ১৬০৩ ৫. পর্তুগিজ নাবিক অ্যালভারেজ কাব্রাল কতটি নৌবহর সাথে এনেছিলেন? ১৩ ১৪ ১৫ ১৬ ৬. প্রাচুর্যমণ্ডিত আফ্রিকা মহাদেশে ইউরোপীয়রা বহু বছর আধিপত্য বিস্তার করে। ভারতবর্ষে এদের সাথে সাদৃশ্য আছে- ইংরেজদের রাশিয়ানদের আরবীয়দের ফরাসিদের ৭. উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: আরজু ক অঞ্চল হতে খ অঞ্চলে যাওয়ার পথ আবিষ্কার করে। সে নৌ-বিদ্যায় পারদর্শী ও সাহসী। আরজুর সাথে মিল আছে - ভাস্কো-দা-গামা আলেকজান্ডার আকবর নেপোলিয়ন ৮. আরজুর সাথে যার মিল আছে সেই ব্যক্তি ছিলেন- ভারতের জলপথের আবিষ্কারক আমেরিকার জলপথের আবিষ্কারক রাশিয়ার জলপথের আবিষ্কারক আফ্রিকার জলপথের আবিষ্কারক ৯. ভাস্কো-দা-গামা প্রথমবার ফিরে যাওয়ার সময় উপলব্ধি করেন- i. ভারতের রাজন্যবর্গের দুর্বলতা ii. আরব বণিকদের দূর্বলতা iii. বাণিজ্য কুঠি স্থাপনের সুযোগ নিচের কোনটি সঠিক? i ii iii i, ii, ও iii কুইজ সমাপ্ত করুন