প্রোগ্রামিং ভাষা-1 ১. সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানোর নির্দেশমালাকে কী বলে? হার্ডওয়্যার প্রোগ্রাম সফটওয়্যার ফার্মওয়্যার ২. কম্পিউটার কোন ধরনের ভাষা বোঝে? English Language Customized Language Machine Language Spoken Language ৩. কম্পিউটারের অভ্যন্তরে দুটি সংকেত কী কী? ০ ও ১ ১ ও ২ ০ ও ২ ০ ও ৩ ৪. বৈশিষ্ট্য অনুসারে কম্পিউটার প্রোগ্রামের ভাষাকে কত ভাগে ভাগ করা যেতে পারে? ৩ ৪ ৫ ৬ ৫. কম্পিউটারে ব্যবহৃত দ্বিতীয় প্রজন্মের ভাষার সাল কত? 1945-1949 1950-1959 1960-1969 1970-1979 ৬. বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা হলো i. জাভা ii. জাভা ++ iii. সি++ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i ii ও iii ৭. কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা পঞ্চম প্রজন্মের ভাষা ৮. Load, Store, Jump অ্যাসেম্বলি ভাষার নির্দেশের কোন ভাগে পড়ে? গাণিতিক নিয়ন্ত্রণ ইনপুট-আউটপুট প্রত্যক্ষ ব্যবহার ৯. অ্যাসেম্বলি ভাষায় অ্যাকিউমুলেটরকে খালি করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? LDA CLR STP ADD ১০. কোন ভাষায় প্রোগ্রাম কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে থাকে? উচ্চস্তরের ভাষা কৃত্রিম ভাষা মেশিন ভাষা নিম্নস্তরের ভাষা ১১. মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে ? বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ক্রায়োসার্জারি কুইজ সমাপ্ত করুন