প্রোগ্রামিং ভাষা-1

প্রোগ্রামিং ভাষা-1

১. সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানোর নির্দেশমালাকে কী বলে?

  • হার্ডওয়্যার
  • প্রোগ্রাম
  • সফটওয়্যার
  • ফার্মওয়্যার

২. কম্পিউটার কোন ধরনের ভাষা বোঝে?

  • English Language
  • Customized Language
  • Machine Language
  • Spoken Language

৩. কম্পিউটারের অভ্যন্তরে দুটি সংকেত কী কী?

  • ০ ও ১
  • ১ ও ২
  • ০ ও ২
  • ০ ও ৩

৪. বৈশিষ্ট্য অনুসারে কম্পিউটার প্রোগ্রামের ভাষাকে কত ভাগে ভাগ করা যেতে পারে?

৫. কম্পিউটারে ব্যবহৃত দ্বিতীয় প্রজন্মের ভাষার সাল কত?

  • 1945-1949
  • 1950-1959
  • 1960-1969
  • 1970-1979

৬. বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা হলো i. জাভা ii. জাভা ++ iii. সি++ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ii ও iii

৭. কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি?

  • মেশিন ভাষা
  • অ্যাসেম্বলি ভাষা
  • দ্বিতীয় প্রজন্মের ভাষা
  • পঞ্চম প্রজন্মের ভাষা

৮. Load, Store, Jump অ্যাসেম্বলি ভাষার নির্দেশের কোন ভাগে পড়ে?

  • গাণিতিক
  • নিয়ন্ত্রণ
  • ইনপুট-আউটপুট
  • প্রত্যক্ষ ব্যবহার

৯. অ্যাসেম্বলি ভাষায় অ্যাকিউমুলেটরকে খালি করার জন্য কোন কোড ব্যবহার করা হয়?

  • LDA
  • CLR
  • STP
  • ADD

১০. কোন ভাষায় প্রোগ্রাম কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে থাকে?

  • উচ্চস্তরের ভাষা
  • কৃত্রিম ভাষা
  • মেশিন ভাষা
  • নিম্নস্তরের ভাষা

১১. মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে ?

  • বায়োমেট্রিক্স
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  • ন্যানো টেকনোলজি
  • ক্রায়োসার্জারি