ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম-1 ১. DBMS-এর পূর্ণরূপ কী? Database Management System Database Management Structure Database Manage System Database Manage System ২. Datum শব্দটি কোন ভাষার? ল্যাটিন আরবি গ্রিক ইংরেজি ৩. তথ্য এবস্ট্রাকশনের সবচেয়ে নিচের স্তর কোনটি? গাঠনিক স্তর যৌক্তিক স্তর উপস্থাপন স্তর ক্রিটিক্যাল স্তর ৪. মূল ডেটা থাকে DBMS-এর কোন স্তরে? যৌক্তিক স্তর গাঠনিক স্তর উপস্থাপন স্তর ক্রিটিক্যাল স্তর ৫. নিচের কোনটি RDBMS সফটওয়্যার? MS Word Pascal MS Access Visual Basic ৬. DBMS-এর প্রধান কাজ কতটি? ২ ৩ ৪ ৫ ৭. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সিস্টেমের একটি ওয়ার্কস্টেশনে ডেটাবেজ থাকে কয়টি? ১টি ২টি ৩টি ৪টি ৮. ডেটাবেজকে কত শ্রেণিতে ভাগ করা যায়? ২ শ্রেণিতে ৩ শ্রেণিতে ৪ শ্রেণিতে ৫ শ্রেণিতে ৯. কোনটি DBMS-এর উদাহরণ? MS Access MS Word C++ MS Excel ১০. মেইনফ্রেম ও মাইক্রো উভয় কম্পিউটারে ব্যবহারযোগ্য ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার হচ্ছে i. ওয়ার্ড পারফেক্ট ii. ফাইল মেকার প্রো iii. ওরাকল নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i ii ও iii কুইজ সমাপ্ত করুন