বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত-2

বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত-2

১. অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে ?

  • হ্যাকিং
  • সফটওয়্যার পাইরেসী
  • ন্যানোটেকনোলজী
  • প্লেজিয়ারিজম

২. পণ্য লেনদেনের ধরন অনুযায়ী ই-কমার্স কত প্রকার ?

  • ১৬

৩. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় ?

  • বায়োমেট্রিক্স
  • রোবোটিক্স
  • ন্যানোটেকনোলজি
  • বায়োইনফরমেটিকস

৪. আউটসোসিং কী ?

  • ইন্টারনেটভিত্তিক কাজ
  • বিশেষ ব্রাউজিং সুবিধা
  • বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
  • নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা

৫. স্কাইপি কী ?

  • ভিওআইটি সফটওয়্যার
  • গ্রাফিক্স সফটওয়্যার
  • ডেটাবেজ
  • ই-মেইল সফটওয়্যার

৬. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ?

  • ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার
  • গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ
  • বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন
  • শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার

৭. Robot শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ Robota হতে যার অর্থ হলো

  • শ্রমিক
  • লৌহ মানব
  • স্বয়ংক্রিয় যন্ত্র
  • যন্ত্রচালিত মানুষ

৮. ভার্চুয়াল রিয়েলিটির পিছনে কোনটি কাজ করেছে ?

  • মনোবিদ্যা
  • ইতিহাস
  • অর্থনীতি
  • শিল্প কলা

৯. কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি ?

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  • ন্যানোটেকনোলজি
  • বায়োমেট্রিক্স
  • বায়োইনফরমেট্রিক্স

১০. বেনবেইস এর ডেটাবেজ কোন বিষয়ক ডেটা সংরক্ষণ করা হয় ?

  • শিক্ষা
  • কৃষি
  • শিল্প
  • প্রতিরক্ষা