কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং-1 ১. সর্বপ্রথম কে কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে ক্যালকুলেটরে ডেটা প্রেরণ করে? টমাস এডিসন নিউটন মার্টিন কুপার ড. জর্জ স্টিবিজ ২. ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলে? ডেটা কমিউনিকেশন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশন মোড ৩. ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি? ৩ ৪ ৫ ৬ ৪. kbps-এর পূর্ণ নাম কী? kilobyte per second kilobit per second kilobits per second kilobig per secondary ৫. Tbps-এর পূর্ণ নাম কী? Terabits per second Terabig per secondary Terabet per second Tegabye per second ৬. ব্যান্ডউইডথ-এর একক কোনটি? bps gbps mbps kbps ৭. সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কয়টি পদ্ধতিতে ভাগ করা যায়? ২টি ৩টি ৪টি ৫টি ৮. ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি? Synchronous Wi-Fi Wi-MAX Broad Band ৯. থিকনেট ক্যাবলের ব্যাস কত? ০.২৫ ইঞ্চি ০.২৮ ইঞ্চি ০.২১ ইঞ্চি ০.৩০ ইঞ্চি ১০. সাধারণত LAN-এর ক্ষেত্রে কোন ক্যাবল ব্যবহৃত হয়? Cat-2 Cat-3 Cat-4 Cat-5 কুইজ সমাপ্ত করুন