কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং-1

কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং-1

১. সর্বপ্রথম কে কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে ক্যালকুলেটরে ডেটা প্রেরণ করে?

  • টমাস এডিসন
  • নিউটন
  • মার্টিন কুপার
  • ড. জর্জ স্টিবিজ

২. ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলে?

  • ডেটা কমিউনিকেশন
  • অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
  • সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
  • ডেটা ট্রান্সমিশন মোড

৩. ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?

৪. kbps-এর পূর্ণ নাম কী?

  • kilobyte per second
  • kilobit per second
  • kilobits per second
  • kilobig per secondary

৫. Tbps-এর পূর্ণ নাম কী?

  • Terabits per second
  • Terabig per secondary
  • Terabet per second
  • Tegabye per second

৬. ব্যান্ডউইডথ-এর একক কোনটি?

  • bps
  • gbps
  • mbps
  • kbps

৭. সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কয়টি পদ্ধতিতে ভাগ করা যায়?

  • ২টি
  • ৩টি
  • ৪টি
  • ৫টি

৮. ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি?

  • Synchronous
  • Wi-Fi
  • Wi-MAX
  • Broad Band

৯. থিকনেট ক্যাবলের ব্যাস কত?

  • ০.২৫ ইঞ্চি
  • ০.২৮ ইঞ্চি
  • ০.২১ ইঞ্চি
  • ০.৩০ ইঞ্চি

১০. সাধারণত LAN-এর ক্ষেত্রে কোন ক্যাবল ব্যবহৃত হয়?

  • Cat-2
  • Cat-3
  • Cat-4
  • Cat-5