হিসাববিজ্ঞান পরিচিতি-১ ১. হিসাববিজ্ঞানের মূল উপাদান কোনটি? লেনদেন ঘটনা হিসাব সমীকরণ দু’তরফা দাখিল পদ্ধতি ২. বিনিময় প্রথা চালু হয় কখন? মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে কৃষিকাজ শুরুর সময়ে মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে সভ্যতার সূচনা লগ্নে ৩. আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতির মূলনীতি সম্পর্কে লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থটির নাম কী? সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া একাউন্টিং ইন দি প্র্যাকটিস দি মডার্ন কনসেপ্ট অব একাউন্টিং ৪. প্রাচীনকাল থেকে মানুষের জীবনে কোন ব্যবস্থার প্রয়োজন অত্যধিক? হিসাব ব্যবস্থা সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা বিপণন ব্যবস্থা ৫. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের একমাত্র মাধ্যম কোনটি? আর্থিক অবস্থার বিবরণী খতিয়ান জাবেদা আর্থিক অবস্থার বিবরণী ৬. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণে কোনটি সর্বাধিক প্রয়োজন? লেনদেন বিশ্লেষণ লেনদেন লিপিবদ্ধকরণ লেনদেন শ্রেণীবদ্ধকরণ সংক্ষিপ্তকরণ ৭. সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়? ব্যয় বুঝে আয় করা আয় বুঝে ব্যয় করা স্বল্প মুনাফার্জন অর্থ জালিয়াতি ৮. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা সম্ভব হয়- i. প্রতিষ্ঠানের প্রতারণা ii. প্রতিষ্ঠানের জালিয়াতি iii. ঋণ পরিশোধ চেতনা নিচের কোনটি সঠিক? i ও ii ii ও iii i, ii ও iii i ও iii ৯. হিসাব তথ্যের ব্যবহারকারীদের কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ৩ ভাগে ৪ ভাগে ৫ ভাগে ১০. সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়? ব্যয় বুঝে আয় করা অর্থ জালিয়াতি স্বল্প মুনাফার্জন আয় বুঝে ব্যয় করা কুইজ সমাপ্ত করুন