হিসাববিজ্ঞান পরিচিতি-১

হিসাববিজ্ঞান পরিচিতি-১

১. হিসাববিজ্ঞানের মূল উপাদান কোনটি?

  • লেনদেন
  • ঘটনা
  • হিসাব সমীকরণ
  • দু’তরফা দাখিল পদ্ধতি

২. বিনিময় প্রথা চালু হয় কখন?

  • মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে
  • কৃষিকাজ শুরুর সময়ে
  • মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
  • সভ্যতার সূচনা লগ্নে

৩. আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতির মূলনীতি সম্পর্কে লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থটির নাম কী?

  • সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট
  • একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া
  • একাউন্টিং ইন দি প্র্যাকটিস
  • দি মডার্ন কনসেপ্ট অব একাউন্টিং

৪. প্রাচীনকাল থেকে মানুষের জীবনে কোন ব্যবস্থার প্রয়োজন অত্যধিক?

  • হিসাব ব্যবস্থা
  • সমাজ ব্যবস্থা
  • অর্থনৈতিক ব্যবস্থা
  • বিপণন ব্যবস্থা

৫. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের একমাত্র মাধ্যম কোনটি?

  • আর্থিক অবস্থার বিবরণী
  • খতিয়ান
  • জাবেদা
  • আর্থিক অবস্থার বিবরণী

৬. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণে কোনটি সর্বাধিক প্রয়োজন?

  • লেনদেন বিশ্লেষণ
  • লেনদেন লিপিবদ্ধকরণ
  • লেনদেন শ্রেণীবদ্ধকরণ
  • সংক্ষিপ্তকরণ

৭. সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়?

  • ব্যয় বুঝে আয় করা
  • আয় বুঝে ব্যয় করা
  • স্বল্প মুনাফার্জন
  • অর্থ জালিয়াতি

৮. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা সম্ভব হয়- i. প্রতিষ্ঠানের প্রতারণা ii. প্রতিষ্ঠানের জালিয়াতি iii. ঋণ পরিশোধ চেতনা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii
  • i ও iii

৯. হিসাব তথ্যের ব্যবহারকারীদের কয় ভাগে ভাগ করা যায়?

  • ২ ভাগে
  • ৩ ভাগে
  • ৪ ভাগে
  • ৫ ভাগে

১০. সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়?

  • ব্যয় বুঝে আয় করা
  • অর্থ জালিয়াতি
  • স্বল্প মুনাফার্জন
  • আয় বুঝে ব্যয় করা