হিসাববিজ্ঞানের নীতিমালা-১ ১. হিসাববিজ্ঞান কীভাবে ব্যবসায়ের তথ্য প্রকাশ করে? চিঠির মাধ্যমে লিখিত বিবরণীর মাধ্যমে সরাসরি মৌখিক বিবৃতির মাধ্যমে ২. আন্তর্জাতিক হিসাবমান ইস্যুকারী সংস্থা কোনটি? IASC (International Accounting Standards Committee) IASC (International Accounting Standards Corporation) IASB (International Accounting Standards Board) FASB (Financial Accounting Standards Board) ৩. কোন মাপকাঠি দ্বারা হিসাব তথ্য প্রাথমিকভাবে বিচার করা যেতে পারে? তুলনাযোগ্যতা সিদ্ধান্ত গ্রহণ উপযোগিতা পূর্ণ প্রকাশনীতি সামঞ্জস্যতা ৪. IASC-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে কানাডায় ভারতে ৫. FASB-এর পূর্ণরূপ কোনটি? Financial Accountant Standard Bureau Financial Accounting Standard Bureau Financial Accounting Standard Board Financial Accountant Standard Board ৬. হিসাববিজ্ঞানের নীতিমালায় আর্থিক বিবরণী তৈরিতে SSAP কোন দেশের সর্বজনগ্রাহ্য? বাংলাদেশ USA ইন্ডিয়া UK ৭. সমন্বয় নীতি হিসাববিজ্ঞানে নির্দেশনা দেয় কোন ক্ষেত্রে? খরচের ক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে দায়ের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে ৮. AAA-এর পূর্ণরূপ কী? American Accounting Association African Accounting Association Accounting Asseciation of America Accounting Association of Africa ৯. AICPA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন লন্ডন নিউইয়র্ক ভেনিস ১০. IASB কর্তৃক ইস্যুকৃত হিসাব মানসমূহ কী নামে পরিচিত? FASB IASC IFRS IAS কুইজ সমাপ্ত করুন