হিসাববিজ্ঞানের নীতিমালা-১

হিসাববিজ্ঞানের নীতিমালা-১

১. হিসাববিজ্ঞান কীভাবে ব্যবসায়ের তথ্য প্রকাশ করে?

  • চিঠির মাধ্যমে
  • লিখিত বিবরণীর মাধ্যমে
  • সরাসরি
  • মৌখিক বিবৃতির মাধ্যমে

২. আন্তর্জাতিক হিসাবমান ইস্যুকারী সংস্থা কোনটি?

  • IASC (International Accounting Standards Committee)
  • IASC (International Accounting Standards Corporation)
  • IASB (International Accounting Standards Board)
  • FASB (Financial Accounting Standards Board)

৩. কোন মাপকাঠি দ্বারা হিসাব তথ্য প্রাথমিকভাবে বিচার করা যেতে পারে?

  • তুলনাযোগ্যতা
  • সিদ্ধান্ত গ্রহণ উপযোগিতা
  • পূর্ণ প্রকাশনীতি
  • সামঞ্জস্যতা

৪. IASC-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

  • যুক্তরাষ্ট্রে
  • যুক্তরাজ্যে
  • কানাডায়
  • ভারতে

৫. FASB-এর পূর্ণরূপ কোনটি?

  • Financial Accountant Standard Bureau
  • Financial Accounting Standard Bureau
  • Financial Accounting Standard Board
  • Financial Accountant Standard Board

৬. হিসাববিজ্ঞানের নীতিমালায় আর্থিক বিবরণী তৈরিতে SSAP কোন দেশের সর্বজনগ্রাহ্য?

  • বাংলাদেশ
  • USA
  • ইন্ডিয়া
  • UK

৭. সমন্বয় নীতি হিসাববিজ্ঞানে নির্দেশনা দেয় কোন ক্ষেত্রে?

  • খরচের ক্ষেত্রে
  • সম্পত্তির ক্ষেত্রে
  • দায়ের ক্ষেত্রে
  • আয়ের ক্ষেত্রে

৮. AAA-এর পূর্ণরূপ কী?

  • American Accounting Association
  • African Accounting Association
  • Accounting Asseciation of America
  • Accounting Association of Africa

৯. AICPA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ওয়াশিংটন
  • লন্ডন
  • নিউইয়র্ক
  • ভেনিস

১০. IASB কর্তৃক ইস্যুকৃত হিসাব মানসমূহ কী নামে পরিচিত?

  • FASB
  • IASC
  • IFRS
  • IAS