প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ-১

প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ-১

১. প্রাপ্য বলতে কী বোঝায়?

  • পাওনাদারের দাবি
  • পাওনা বাবদ দাবি
  • দেনা বাবদ দাবি
  • কর্মচারিদের দাবি

২. সাধারণত কত দিনের মধ্যে প্রাপ্য হিসাবের টাকা আদায় করতে হয়?

  • ২০-২৫ দিন
  • ৩০-৬০ দিন
  • ৪০-৭০ দিন
  • ৫০-৮০ দিন

৩. ব্যবসায়ের প্রাপ্যসমূহ সাধারণত কয় ভাগে বিভক্ত?

  • ২ ভাগে
  • ৩ ভাগে
  • ৪ ভাগে
  • ৫ ভাগে

৪. কোনটি ব্যবসায়ী প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত?

  • প্রাপ্য নোট
  • প্রদেয় নোট
  • প্রত্যায়ন পত্র
  • অঙ্গীকার পত্র

৫. প্রাপ্য হিসাব সৃষ্টির ক্ষেত্রে ক্রেতা কোন ধরনের প্রতিশ্রুতি দেয়?

  • লিখিত
  • মৌখিক
  • লিখিত ও নিবন্ধিত
  • প্রতিশ্রুতি দেয় না

৬. কোনটিতে সুদের হার উল্লেখ করতে হয়?

  • প্রাপ্য হিসাব
  • প্রদেয় হিসাব
  • প্রাপ্য নোট
  • দাগকাটা চেক

৭. কোনটি অব্যবসায়ী প্রাপ্যের প্রমাণ স্বরূপ কাজ করে?

  • অঙ্গীকারপত্র
  • ব্যবসায়িক পত্র
  • দেনালিপি
  • পাওনালিপি

৮. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা ব্যবসায়ের স্বাভাবিক ক্ষতি?

  • চলমান প্রতিষ্ঠান নীতি
  • ব্যবসায় সত্তা নীতি
  • রক্ষণশীলতার নীতি
  • সামঞ্জস্যতার নীতি

৯. ২/১০, নিট/৩০ কোন ধরনের শর্ত?

  • নগদ বাট্টা
  • কারবারি বাট্টা
  • প্রাপ্ত বাট্টা
  • প্রদত্ত বাট্টা

১০. কোনটি আর্থিক প্রেষণা?

  • অনাদায়ী পাওনা
  • আপ্যায়ন
  • বাট্টা সঞ্চিতি
  • বাট্টা