দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ-১ ১. কোনটি ব্যবসায়ে দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করে? স্থায়ী সম্পদ চলতি সম্পদ স্বল্পমেয়াদি বিনিয়োগ অলীক সম্পদ ২. কোনটি দৃশ্যমান সম্পত্তির অন্তর্ভুক্ত? সুনাম কপিরাইট ভূমি প্রাথমিক ব্যয় ৩. স্থায়ী সম্পদ- i. বস্তুগত হবে ii. ধরা ছোয়া যাবে iii. আকার ও আকৃতি সম্পন্ন হবে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. কোনটি পৌনঃপুনিক ব্যয় বহির্ভূত? পরিবহন ব্যয় পরীক্ষা ফি লাইসেন্স ফি মেরামত ব্যয় ৫. কোন প্রক্রিয়ায় অর্জিত স্থায়ী সম্পদের মূল্য বণ্টন করে দেয়া হয়? শেয়ার বিলিকরণ এককালীন নগদ ক্রয় বিলম্বিত ঋণ চুক্তি নগদ বাট্টা ক্রয় ৬. অনার্থিক সম্পদের ক্ষেত্রে বিনিময়কৃত সম্পদ কোন মূল্যে লিপিবদ্ধ করা হয়? পুস্তকমূল্যে অতীতমূল্যে ভবিষ্যৎ মূল্যে বাজারমূল্যে ৭. ভিন্ন প্রকৃতির সম্পদের বিনিময়ের ক্ষেত্রে কোন মূল্যে লিপিবদ্ধ করা হয়? ক্রয় মূল্যে পুস্তক মূল্যে বিনিময় মূল্যে বাজার মূল্যে ৮. কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদের ক্রয়মূল্য থেকে অবচয় বাদ দেয়ার পর আর্থিক বিবরণীতে দেখানো হয়? আর্থিক মূল্যের একক ধারণা চলমান প্রতিষ্ঠান ধারণা দ্বৈতসত্তা নীতি হিসাবকাল ধারণা ৯. খুচরা যন্ত্রাংশের অবচয় ধার্যের জন্য কোন পদ্ধতি অনুসরণ করা হয়? ক্রমহ্রাসমান জের পদ্ধতি পুনর্মূল্যায়ন পদ্ধতি স্থিরকিস্তি পদ্ধতি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ১০. অবচয়ের ভবিষ্যৎ ব্যবস্থা কেন রাখা হয়? মুনাফার বিপরীতে স্থায়ী সম্পত্তির ব্যয় চার্জ করার জন্য স্থায়ী সম্পদসমূহের চলতি বাজার মূল্য প্রদর্শনের জন্য সম্পদ প্রতিস্থাপনের জন্য সম্পূর্ণ নগদ অর্থ সংস্থান করার জন্য সম্পদ মেরামতের ব্যবস্থা করার জন্য কুইজ সমাপ্ত করুন