স্বাধীন বাংলাদেশ-১ ১. ১৯৭১ সালের ৩ মার্চের অধিবেশন কোন শহরে হওয়ার কথা ছিল? ঢাকা লাহোর করাচি ইসলামাবাদ ২. বঙ্গবন্ধু কোথায় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? সহরাওয়ার্দি উদ্যান কার্জন হল রমনা বটমূল ন্যাশনাল পার্ক ৩. ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে কীসের ইঙ্গিত রয়েছে? একতার নির্বাচনের ভারতের সাথে সুসস্পর্কের স্বাধীনতার ৪. বাঙালির ইতিহাসে কোনটি কালরাত্রি হিসেবে পরিচিত? ২০ মার্চ ২২ মার্চ ২৪ মার্চ ২৫ মার্চ ৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ২৭ মার্চ কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? মাওলনা ভাসানী আতাউর রহমান মেজর জিয়াউর রহমান অধ্যাপক মোজাফফর্ আোহমদ ৬. মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাজবাড়ি ৭. মুক্তিযুদ্ধ পরিচালনা উপদেষ্টা কমিটির কে ছিলেন? ডঃ আনোয়ার পাশা তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম এম আর আকতার মুকুল ৮. মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কীভাবে? দেশ গঠনের মধ্য দিয়ে স্বাধীনতার সাংবিধানিক গোষণা পত্র গ্রহণে জনগণের দুঃখ দুদর্শা লাঘবের মাধ্যমে নতুন মানচিত্র তৈরির মাধ্যমে ৯. বাঙালি জাতি কাদেরকে সূর্য সন্তান হিসেবে স্বরণ করে? কৃতি শিক্ষার্থীদের বুগিদ্ধজীবীদের মুক্তিযোদ্ধাদের প্রবাসী বাঙালিদের ১০. ১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে নারীদের মধ্যে কাদের অংশগ্রহণ স্বতঃস্ফুর্ত ছিল? কিশোরীদের প্রৌড়াদের বিধবাদের ছাত্রীদের কুইজ সমাপ্ত করুন