স্বাধীন বাংলাদেশ-১

স্বাধীন বাংলাদেশ-১

১. ১৯৭১ সালের ৩ মার্চের অধিবেশন কোন শহরে হওয়ার কথা ছিল?

  • ঢাকা
  • লাহোর
  • করাচি
  • ইসলামাবাদ

২. বঙ্গবন্ধু কোথায় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?

  • সহরাওয়ার্দি উদ্যান
  • কার্জন হল
  • রমনা বটমূল
  • ন্যাশনাল পার্ক

৩. ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে কীসের ইঙ্গিত রয়েছে?

  • একতার
  • নির্বাচনের
  • ভারতের সাথে সুসস্পর্কের
  • স্বাধীনতার

৪. বাঙালির ইতিহাসে কোনটি কালরাত্রি হিসেবে পরিচিত?

  • ২০ মার্চ
  • ২২ মার্চ
  • ২৪ মার্চ
  • ২৫ মার্চ

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ২৭ মার্চ কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?

  • মাওলনা ভাসানী
  • আতাউর রহমান
  • মেজর জিয়াউর রহমান
  • অধ্যাপক মোজাফফর্ আোহমদ

৬. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

  • মেহেরপুর
  • কুষ্টিয়া
  • চুয়াডাঙ্গা
  • রাজবাড়ি

৭. মুক্তিযুদ্ধ পরিচালনা উপদেষ্টা কমিটির কে ছিলেন?

  • ডঃ আনোয়ার পাশা
  • তাজউদ্দিন আহমদ
  • সৈয়দ নজরুল ইসলাম
  • এম আর আকতার মুকুল

৮. মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কীভাবে?

  • দেশ গঠনের মধ্য দিয়ে
  • স্বাধীনতার সাংবিধানিক গোষণা পত্র গ্রহণে
  • জনগণের দুঃখ দুদর্শা লাঘবের মাধ্যমে
  • নতুন মানচিত্র তৈরির মাধ্যমে

৯. বাঙালি জাতি কাদেরকে সূর্য সন্তান হিসেবে স্বরণ করে?

  • কৃতি শিক্ষার্থীদের
  • বুগিদ্ধজীবীদের
  • মুক্তিযোদ্ধাদের
  • প্রবাসী বাঙালিদের

১০. ১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে নারীদের মধ্যে কাদের অংশগ্রহণ স্বতঃস্ফুর্ত ছিল?

  • কিশোরীদের
  • প্রৌড়াদের
  • বিধবাদের
  • ছাত্রীদের