বাংলাদেশের সামাজিক পরিবর্তন-১

বাংলাদেশের সামাজিক পরিবর্তন-১

১. সামজ কীরূপ?

  • স্থিতিশীল
  • পরিবর্তনশীল
  • অপরিবর্তনশীল
  • বৈচিত্র্যময়

২. সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে কীসের ওপর ভিত্তি করে?

  • ধর্মীয় অবস্থা
  • শিল্পায়ন ও নগরায়ন
  • শিক্ষা
  • সংস্কৃতি

৩. সমাজের উপরিকাঠামো হল- i. উৎপাদন ব্যবস্থা ii. আইন-কানুন iii. রাজনীতি-সংস্কৃতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. সামাজিক পরিবর্তনের গতি নিয়ন্ত্রিত হয়- i. অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ii. প্রাকৃতিক নিয়মে iii. রাজনৈতিক নির্দেশনার মাধ্যমে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. বাংলাদেশের শহরাঞ্চলে বস্তি সৃষ্টির কারণ কোনটি?

  • ভূমিকম্প
  • নদী ভাঙন
  • জলোচ্ছাস
  • বন্যা

৬. পরিবার পরিমন্ডলে মেয়েদের মর্যাদা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ার কারণ কী?

  • শিক্ষার প্রসার
  • সামাজিক মূল্যবোধের পরিবর্তন
  • কৃষির ফলন বৃদ্ধি
  • পল্লি বিদ্যুতায়ন

৭. সামাজিক মূল্যবোধ পরিবর্তনের ধরন কীরূপ?

  • মন্থর গতিসম্পন্ন
  • স্থির ও মন্থর গতিসম্পন্ন
  • ইতিবাচক
  • ইতিবাচক ও নেতিবাচক উভয়

৮. নিচের কোনটি প্রযুক্তিগত পরিবর্তনের পরিনাম?

  • শ্রমিকদের নতুন সংগঠন
  • যৌতুক আইন
  • নদী ভাঙন
  • বন্যা

৯. যৌথ পরিবার ভেঙে যাওয়ার মূল্ কারণ কী?

  • শিল্পায়ন
  • পারিবারিক ঝগড়া
  • সম্পত্তির লোভ
  • নেতৃত্বের অভাব

১০. সামাজিক পরিবতর্”নের প্রভাব হলো- i. বৈশ্বিক উষ্ণায়ন ii. প্রাকৃতিক বিপর্যয় iii. সৃষ্টিশীল হওয়া নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১১. সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে যেটি করতে হবে- i. আইনের সচেতনতামূলক কার্যক্রম ii. সামাজিক সচেতনতামূলক কার্যক্রম iii. সামাজিক উন্নয়নমুলক কার্যক্রম নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii