জাতিসংঘ ও বাংলাদেশ-১ ১. “লীগ অব নেশনস” গঠিত হয়েছিল কত সালে? ১৯১৪ ১৯২০ ১৯৩৯ ১৯৪৫ ২. লীগ অব নেশনস এর ব্যর্থতার কারণ কী? সাংগঠনিক দুর্বলতা যোগ্য নেতার অভাব দূরদর্শিতার অভাব ক্ষমতা প্রয়োগের অভাব ৩. জাতিসংঘের জন্ম হয় কোন যুদ্ধের ফলে? প্রথম বিশ্বযুদ্ধের ইরাক-ইরান যুদ্ধের ভিয়েতনাম যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪. জাতিসংঘের বিতর্ক সভা খ্যাত শাখার ৬৯তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাপক বিতর্ক অনুষ্টিত হয়। এখানে জাতিসংঘের কোন শাখাটির কথা বলা হয়েছে? সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অছি পরিষদ ৫. জাতিসংঘের প্রধান নির্বাহী কে? মার্কিন প্রেসিডেন্ট সভাপতি মহাসচিব জাপানি প্রধানমন্ত্রী ৬. পালাও নামক রাষ্ট্রটি স্বাধীনতার পূর্বে জাতিসংঘের তত্তাববধানে ছিল। জাতিসংঘের কোন শাখার তত্ত্বাবধানে ছিল? সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অছি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ- i. গৃহহারা হয় ii. আহত হয় iii. পঙ্গুত্ববরণ করে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. জাতিসংঘে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে যে কারণে- i. চাঁদগা প্রদানকারী দেশ হিসেবে ii. বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় iii. অস্ত্র বিরতির মাধ্যমে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. কত সালে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র দেয়? ১৯৪৮ ১৯৪৯ ১৯৫১ ১৯৫২ ১০. কোনটি ব্যতীত কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না? মানবাধিকার সামাজিক অধিখার রাজনৈতিক অধিকার নৈতিক অধিকার কুইজ সমাপ্ত করুন