বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন-১ ১. নির্বাচকমন্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- রাজনৈতিক দল গঠনে প্রার্থী নির্বাচনে আইন প্রণয়নে জনমত গঠনে ২. নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হয় কত সালে? ২০০১ সালে ১৯৯১ সালে ১৯৯৩ সালে ২০০৮ সালে ৩. বিরোধী দলের অন্যতম দায়িত্ব কোনটি? সরকারের পাশাপশি বিকল্প কর্মসূচি তুলে ধরা জনগণের অভিযোগ সরকারের নিকট উত্থাপন গঠনমূলক সমালোচনা করা মুলতবী প্রস্তাব উত্থাপন ৪. রাজনৈতিক দলের কাজ – i. ক্ষমতা অর্জন ii. কর্মসূচি প্রদান iii. রাষ্ট্রের বাজেট প্রণয়ন নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য হলো- i. জনপ্রতিনিধি নির্বাচন ii. পেশিশক্তি প্রদর্শন iii. সরকারের গঠনমূলক সমালোচনা নিচের কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? সরকার দলের সদস্য হওয়া নির্বাচনে অংশগ্রহণ করা বিরোধী দলের সদস্য হওয়া জাতয়ি সংসদের সদস্য হওয়া ৭. গণতন্ত্র বলতে বুঝায়- i. জনগণের শাসক ii. প্রতিনিধিত্বমূলক সরকার iii. কল্যাণমূলক শাসন ব্যবস্থা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কাজ হলো- i. ভোটার তালিকা ii. নির্বাচনি তফসিল ঘোষণা iii. মনোয়ন পত্র বিতরণ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. জনাব X নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে অভিযুক্ত হতে পারেন কোন কাজটি করলে? ভোটারদের অর্থ প্রদান রাজনৈতিক দলের সদস্য হওয়া দলীয় মতামত প্রতিষ্ঠা না হওয়া নির্বাচন কমিশনের মতামতকে গুরুত্ব দেননি ১০. উপজেলা নির্বাচনে আবুল কালাম জাল ভোট দিতে গিয়ে ধরা পড়লো। তার শাস্তি কী হতে পারে? সর্বোচচ ৮ বছর, কমপক্ষে ২ বছর কারাদন্ড কমপক্ষে ২ বছর সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড সর্বোচ্চ ৫ বছর, কমপক্ষে ২ বছর কারাদন্ড সর্বোচ্চ ১০ বছর, কমপক্ষে ৩ বছর কারাদন্ড কুইজ সমাপ্ত করুন