বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন-১

বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন-১

১. নির্বাচকমন্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

  • রাজনৈতিক দল গঠনে
  • প্রার্থী নির্বাচনে
  • আইন প্রণয়নে
  • জনমত গঠনে

২. নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হয় কত সালে?

  • ২০০১ সালে
  • ১৯৯১ সালে
  • ১৯৯৩ সালে
  • ২০০৮ সালে

৩. বিরোধী দলের অন্যতম দায়িত্ব কোনটি?

  • সরকারের পাশাপশি বিকল্প কর্মসূচি তুলে ধরা
  • জনগণের অভিযোগ সরকারের নিকট উত্থাপন
  • গঠনমূলক সমালোচনা করা
  • মুলতবী প্রস্তাব উত্থাপন

৪. রাজনৈতিক দলের কাজ – i. ক্ষমতা অর্জন ii. কর্মসূচি প্রদান iii. রাষ্ট্রের বাজেট প্রণয়ন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য হলো- i. জনপ্রতিনিধি নির্বাচন ii. পেশিশক্তি প্রদর্শন iii. সরকারের গঠনমূলক সমালোচনা নিচের কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?

  • সরকার দলের সদস্য হওয়া
  • নির্বাচনে অংশগ্রহণ করা
  • বিরোধী দলের সদস্য হওয়া
  • জাতয়ি সংসদের সদস্য হওয়া

৭. গণতন্ত্র বলতে বুঝায়- i. জনগণের শাসক ii. প্রতিনিধিত্বমূলক সরকার iii. কল্যাণমূলক শাসন ব্যবস্থা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কাজ হলো- i. ভোটার তালিকা ii. নির্বাচনি তফসিল ঘোষণা iii. মনোয়ন পত্র বিতরণ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. জনাব X নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে অভিযুক্ত হতে পারেন কোন কাজটি করলে?

  • ভোটারদের অর্থ প্রদান
  • রাজনৈতিক দলের সদস্য হওয়া
  • দলীয় মতামত প্রতিষ্ঠা না হওয়া
  • নির্বাচন কমিশনের মতামতকে গুরুত্ব দেননি

১০. উপজেলা নির্বাচনে আবুল কালাম জাল ভোট দিতে গিয়ে ধরা পড়লো। তার শাস্তি কী হতে পারে?

  • সর্বোচচ ৮ বছর, কমপক্ষে ২ বছর কারাদন্ড
  • কমপক্ষে ২ বছর সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড
  • সর্বোচ্চ ৫ বছর, কমপক্ষে ২ বছর কারাদন্ড
  • সর্বোচ্চ ১০ বছর, কমপক্ষে ৩ বছর কারাদন্ড