জাবেদা-৩

জাবেদা-৩

১. ‘ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন’ সাধারণ জাবেদায় কী হবে?

  • উত্তোলন, ডেঃ নগদ ক্রেঃ
  • উত্তোলন ডেঃ, ব্যাংক ক্রেঃ
  • নগদ ডেঃ, ব্যাংক ক্রেঃ
  • ব্যাংক ডেঃ, নগদ ক্রেঃ

২. ‘এক বছরের অগ্রিম বীমা প্রদান’ জাবেদা হবে কোনটি?

  • অগ্রীম বিমা হি: Dr, নগদান হি: Cr.
  • নগদান হি: Dr. অগ্রীম বিমা হি: Cr.
  • ব্যাংক হি: Dr. বিমা হি: Cr.
  • ববিমা হি: Dr. নগদান হি: Cr.

৩. ফাইল কেবিনেট ক্রয় ১০,০০০ টাকা। জাবেদায় ডেবিট হবে কোনটি?

  • অফিস সরঞ্জাম হিসাব
  • অফিস সাপ্লাইজ হিসাব
  • অফিস সম্ভার হিসাব
  • আসবাবপত্র হিসাব

৪. মালিক কর্তৃক সরবরাহকৃত ৫০,০০০ টাকা দ্বারা পণ্য ক্রয় করা হলো। এখানো কোন শ্রেণির হিসাবের সৃষ্টি হয়েছে?

  • আয় ও ব্যয়
  • ব্যয় ও বহির্দায়
  • ব্যয় ও অন্তঃর্দায়
  • মালিকানাস্বত্ব ও সম্পদ

৫. ব্যাংক ঋণ গ্রহণ করলে ব্যবসায়ে কি বৃদ্ধি পাবে?

  • চলতি দায়
  • স্বত্বাধিকার
  • দীর্ঘমেয়াদী দায়
  • নগদ অর্থ ও দায়

৬. জনাব পুলক নগদ ২৫,০০০ টাকা নিজ তহবিল হতে এবং ১৫,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মূলধন হিসাবে ক্রেডিট হবে কত টাকা?

  • ১০,০০০ টাকা
  • ১৫,০০০ টাকা
  • ২৫,০০০ টাকা
  • ৪০,০০০ টাকা

৭. ১০% বাট্টায় পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এক্ষেত্রে কোন বাট্টা জড়িত?

  • নগদ বাট্টা
  • কারবারি বাট্টা
  • প্রদত্ত বাট্টা
  • প্রাপ্ত বাট্টা

৮. নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করলে ক্রেডিট হবে কোন হিসাবটি?

  • প্রদেয় নোট হিসাব
  • ঋণ হিসাব
  • নগদান হিসাব
  • ব্যাংক হিসাব

৯. ‘১০% কারবারী বাট্টা বাদে ক্রয়ের পরিমাণ ৯০০ টাকা।’ এক্ষেত্রে বাট্টার পরিমাণ কত?

  • ৯০ টাকা
  • ৯৯ টাকা
  • ১০০ টাকা
  • ১১০ টাকা

১০. বাট্টার মাধ্যমে- i. ক্রয় ও বিক্রয় বৃদ্ধি পায় ii. দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তি হয় iii. দেনাদার ও পাওনাদার বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii