পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যেগের হিসাব-৩

পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যেগের হিসাব-৩

১. পারিবারিক তহবিল প্রভাবিত হয়- i. আয় উদ্বৃত্ত দ্বারা ii. আয়ের ঘাটতি দ্বারা iii. মূলধন জাতীয় ব্যয় দ্বারা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন কোনটি?

  • অধিক অর্থ
  • শ্রম
  • অধিখ শ্রমিক
  • অধিক শিক্ষা

৩. কোনটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয়-

  • মাছ চাষের জন্য পুকুর ইজারা খরচ
  • হাঁস-মুরগির চিকিৎসা খরচ
  • দুগ্ধ খামারের গরুর খাবার খরচ
  • প্রকল্পের পাহারাদারের মজুরি

৪. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন কোনটি?

  • অধিক শিক্ষা
  • অধিক অর্থ
  • শ্রম
  • অধিক শ্রমিক

৫. পরিবারের সম্পদ বৃদ্ধি হয় কীসের মাধ্যমে?

  • মুনাফা জাতীয় ব্যয় দ্বারা
  • মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় দ্বারা
  • মূলধন জাতীয় ব্যয় দ্বারা
  • পারিবারিক ব্যয় দ্বারা

৬. কোনটির ওপর আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের সফলতা নির্ভরশীল?

  • নির্ভূল হিসাবরক্ষণ
  • প্রকল্প বিশ্লেষণ
  • সঠিক আয়-ব্যয় নির্ধারণ
  • সংগৃহীত মূলধন

৭. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয় কোনটি?

  • মাছের খাবার ক্রয়ের খরচ
  • হাঁস-মুরগির চিকিৎসা খরচ
  • দুগ্ধ খামার নির্মাণের খরচ
  • প্রকল্পের পাহারাদারের মজুরি

৮. পারিবারিক আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রস্তুত করতে হয়- i. আয়-ব্যয় হিসাব ii. আর্থিক অবস্থার বিবরণী iii. আয়-বিবরণী নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • ii ও iii

৯. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৫০,০০০ টাকা এবং ঋণ ৬০,০০০ টাকা। জানুয়ারি জনাব আসিফের দেনার পরিমাণ কত?

  • ৫০,০০০ টাকা
  • ১,০০,০০০ টাকা
  • ১,৫০,০০০ টাকা
  • ৬০,০০০ টাকা

১০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৫০,০০০ টাকা এবং ঋণ ৬০,০০০ টাকা। জানুয়ারি ২০১১ তারিখে তার পারিবারিক তহবিল কত?

  • ১,০০,০০০ টাকা
  • ১,৪০,০০০ টাকা
  • ২,০০,০০০ টাকা
  • ২,৬০,০০০ টাকা