মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন-৪

মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন-৪

১. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

  • দুই ভাগে
  • তিন ভাগে
  • চার ভাগে
  • পাঁচ ভাগে

২. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?

  • মূলধনজাতীয় লেনদেন
  • মুনাফাজাতীয় লেনদেন
  • সম্পত্তিবাচক লেনদেন
  • আয়ব্যয় লেনদেন

৩. যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় তাকে বলে-

  • মূলধনজাতীয় খরচ
  • মুনাফাজাতীয় খরচ
  • মোট খরচ
  • নিট খরচ

৪. মুনাফাজাতীয় লেনদেনের ক্ষেত্রে- i. স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায় ii. টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় হয় iii. নিয়মিত সংঘটিত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. মূলধনজাতীয় লেনদেন

  • কম্পিউটার ক্রয়
  • পণ্য ক্রয়
  • বেতন প্রদান
  • ভাড়া প্রদান

৬. মূলধনজাতীয় লেনদেন- i. দীর্ঘমেয়াদি সুবিধা দেয় ii. অধিক টাকায় সংঘটিত হয় iii. অনিয়মিতভাবে সংঘটিত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. নিচের অনু্চ্ছেদটি পড়ে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও: মি. আকাশ একজন ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি পুরাতন মোটারগাড়ি ক্রয় করেন। এটিকে ব্যবহারোপযোগী করতে ৬,০০০ টাকা খরচ হলো। 7. মি. আকাশের প্রথম জানতে হবে-

  • লেনদেনের প্রকৃতি সম্পর্কে
  • লেনদেনের আকার সম্পর্কে
  • রেওয়ামিল সম্পর্কে
  • জাবেদা সম্পর্কে

৮. গাড়িটি ব্যবহারোপযোগী করতে যে ৬,০০০ টাকা ব্যয় হলো তা হচ্ছে

  • মূলধনজাতীয় ব্যয়
  • বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
  • মূলধনায়িত ব্যয়
  • মুনাফাজাতীয় ব্যয়

৯. নিচের উদ্ধৃতিটুকু পড়ে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও: ২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। যন্ত্রটি তিনি ২০১৩ সালে ২৫,০০০ টাকায় বিক্রয় করেন; এ সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেওয়ার পর ছিল ২৪,০০০ টাকা। 9. প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা গণ্য হবে-

  • মূলধনজাতীয় ব্যয়
  • মুনাফাজাতীয় ব্যয়
  • বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
  • মূলধনজাতীয় ব্যয়

১০. চার বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে?

  • ১৫,০০০ টাকা
  • ১৬,০০০ টাকা
  • ২০,০০০ টাকা
  • ২১,০০০ টাকা