আর্থিক বিবরণী-২

আর্থিক বিবরণী-২

১. বিশদ আয় বিবরণ প্রস্তুতে ব্যবহৃত হয়- i. মূলধন জাতীয় প্রাপ্তি ii. মুনাফা জাতীয় ব্যয় iii. মুনাফা জাতীয় আয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করে- i. পণ্য বিক্রয় ii. পণ্য ক্রয় iii. কমিশন প্রাপ্তি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৩. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তরা দাও: রীনা ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মনিহারির পরিমাণ ৩৫০০ টাকা যার মধ্যে ৫০০ টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভূক্ত ছিল। সংশ্লিষ্ট বছরে রীনা ট্রেডার্সের মনিহারি বাবদ খরচের পরিমাণ কত?

  • ৫০০ টাকা
  • ৩০০০ টাকা
  • ৩৫০০ টাকা
  • ৪০০০ টাকা

৪. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তরা দাও: রীনা ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মনিহারির পরিমাণ ৩৫০০ টাকা যার মধ্যে ৫০০ টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভূক্ত ছিল। রীনা ট্রেডার্সের ব্যবসায়ে ৫০০ টাকা হিসাবভূক্তির ফলে কী হবে?

  • নিট লাভ বৃদ্ধি
  • নিট লাভ হ্রাস
  • মোট লাভ বৃদ্ধি
  • মোট লাভ হ্রাস

৫. মালিক নিট লাভের অতিরিক্ত দাবি করলে কী হবে?

  • মূলধন বৃদ্ধি পাবে
  • মূলধন ভেঙে যাবে
  • উত্তোলনের পরিমাণ বাড়বে
  • নিট ক্ষতি হবে

৬. প্রতিষ্ঠানে সম্পদ, দায় ও মালিকানা স্বত্বর পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পুর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?

  • আর্থিক বিবরণী
  • আর্থিক অবস্থা
  • চূড়ান্ত হিসাব
  • হিসাব ব্যবস্থাপনা

৭. আর্থিক বিবরণী উপাদান পাওয়া যায় কোথায়?

  • জাবেদায়
  • নগদান বহিতে
  • রেওয়ামিলে
  • খতিয়ানে

৮. অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিস সেলামি আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে?

  • স্থায়ী সম্পদ
  • চলতি সম্পদে
  • চলতি দায়ে
  • মালিকানাস্বত্বে

৯. কোনটি স্বল্পমেয়াদি দায়?

  • প্রাপ্য বিল
  • ৬% ঋণ বন্ধকী ঋণ
  • প্রদেয় বিল
  • দেনাদার

১০. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়া হয়?

  • রক্ষণশীলতার নীতি
  • বস্তুনিষ্ঠতার নীতি
  • সমঞ্জসীতার নীতি
  • চলমান প্রতিষ্ঠান নীতি