হিসাব-৭

হিসাব-৭

১. কোনটি কলকব্জা ও যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হবে?

  • শো-কেজ ক্রয়
  • মেশিনের সংস্থাপন ব্যয়
  • ফাইল কভার ক্রয়
  • ক্লীপ ক্রয়

২. মোবাইল সেট ব্যবসায়ী আরিফ ২০০ পিস মোবাইল বিলের মাধ্যমে সুমন ট্রেডার্সের নিকট বিক্রয় করলে ডেবিট হবে কোনটি?

  • প্রদেয় বিল হিসাব
  • প্রাপ্য বিল হিসাব
  • ঋণ হিসাব
  • পাওনাদার হিসাব

৩. মজুদ পণ্য বলতে মূলত কোনটিকে বোঝায়?

  • বছরের অবিক্রীত পণ্য
  • বছরের বিক্রীত পণ্য
  • প্রতিষ্ঠানের মূল্যবান পণ্য
  • বছরের শেষ তারিখে বিক্রীত পণ্যে

৪. প্রাইজবণ্ড ক্রয় করলে কী হিসাবে লিপিবদ্ধ হবে?

  • ক্রয় হিসাব
  • বিনিয়োগ হিসাব
  • প্রাইজবণ্ড হিসাব
  • ঋণ হিসাব

৫. কোনটি অনুপার্জিত আয়?

  • প্রাপ্ত কমিশন
  • প্রাপ্ত বাট্টা
  • অগ্রিম প্রাপ্ত ভাড়া
  • অগ্রিম বীমা সেলামি

৬. হাবিব একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। সে তার ব্যবসায় লেনদেনের মাঝে ডেবিট করবে যখন- i. সম্পদ বৃদ্ধি পাবে ii. দায় হ্রাস পাবে iii. ব্যয় হ্রাস পাবে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. নিচের তথ্যের ভিত্তিতে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব নরেশ এর হিসাব বই হতে ২০১৪ সালের মে ৩১ তারিখে কতিপয় হিসাবের উদ্বৃ্ত্ত ছিল- আসবাবপত্র ২০,০০০ টাকা, নগদান হিসাব ৩০,০০০ টাকা, ক্রয় হিসাব ১০,০০০ টাকা বিক্রয় হিসাব ২৫,০০০ টাকা, মূলধন হিসাবে ৪০,০০০ টাকা, উত্তোলন হিসাব ৫,০০০ টাকা। 7. হিসাবের মোট ডেবিট টাকার পরিমাণ কত?

  • ৫০,০০০
  • ৬০,০০০
  • ৬৫,০০০
  • ৭৫,০০০

৮. মালিকানাস্বত্বের নিট পরিমাণ কত হবে?

  • ৩৫,০০০
  • ৫০,০০০
  • ৬৫,০০০
  • ৭০,০০০

৯. নিচের অনুচ্ছেদটি পড়ে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও: জনাব মাহমুদ একজন খুচরা ব্যবসায়ী। তিনি জুন মাসের লেনদেনগুলো লিপিবদ্ধ করে হিসাব বইতে সংরক্ষণ করেন। নিচে তার লেনদেনগুলো উল্লেখ করা হলো- ১. মাহমুদ ২৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করল। ২. যন্ত্রপাতি ক্রয় করা হলো ১,০০০ টাকা ৩. সুধীরের নিকট থেকে পণ্য ক্রয় ২,০০০ টাকা 9. উপর্যুক্ত ৩নং লেনদেনের ফলে কোনটি ঘটে (আধুনিক পদ্ধতিতে)

  • সম্পদ হ্রাস দায় হ্রাস
  • ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি
  • সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি
  • আয় হ্রাস সম্পদ হ্রাস

১০. হিসাবের শ্রেণিবিভাগ সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ- i. ব্যয় হিসাব ii. সম্পদ হিসাব iii. আয় হিসাব নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii