বহিপীর-১

বহিপীর-১

১. খোদেজা তাহেরাকে ডেমরার হাট থেকে বজরায় তুলে নেয় কেন?

  • স্নেহের কারণে
  • পরিচিত হওয়ায়
  • আশ্রয় চাওয়ায়
  • স্বামীর পরামর্শে

২. হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

  • রসুলপুরে
  • শাহজাদপুরে
  • রেশমপুরে
  • রোহনপুরে

৩. তাহেরার মতে পীরসাহেব- i. বুদ্ধিমান ii. ভণ্ড iii. লোভী নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. পীরের নাম বহিপীর কেন?

  • প্রচুর বই পড়তেন, সেজন্যে
  • ধর্মীয় বইয়ের বাণী প্রচার করতেন বলে
  • বইয়ের ভাষায় কথা বলতেন বলে
  • বাইরের দেশ থেকে এসেছিলেন বলে

৫. "এমন ঝড় কখনো দেখিনি" - উক্তিটি কার?

  • খোদেজার
  • হাশেমের
  • তাহেরার
  • বহিপীরের

৬. বহিপীর নাটকে কোন চরিত্রটিকে খুব হুঁকা খেতে দেখা যায়?

  • হাতেম আলি
  • বহিপীর
  • হাশেম আলি
  • হকিকুল্লাহ

৭. 'বহিপীর' নাটকে বহিপীর তার স্ত্রীকে উদ্ধারের জন্য- i. ধর্মীয় বিয়ের দোহাই দেন ii. মানবিকতার বাহানা করেন iii. জমিদারের অসহায়ত্বের সুযোগ নেন নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও iii
  • i, ii ও iii

৮. "বুঝি, তবু যেন বুঝি না"- হাতেম আলির উক্তিতে প্রকাশ পেয়েছে-

  • নির্বুদ্ধিতা
  • অসহায়ত্ব
  • কপটতা
  • দুর্বোধ্যতা

৯. 'বহিপীর' নাটকে তুলে ধরা হয়েছে- i. জমিদারি প্রথা ii. যৌতুক প্রথা iii. পীরভক্তি নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও iii
  • i, ii ও iii

১০. "বুঝি, তবু যেন বুঝি না"- হাতেম আলির উক্তিতে প্রকাশ পেয়েছে-

  • নির্বুদ্ধিতা
  • অসহায়ত্ব
  • কপটতা
  • দুর্বোধ্যতা

১১. 'বহিপীর' নাটকে তুলে ধরা হয়েছে- i. জমিদারি প্রথা ii. যৌতুক প্রথা iii. পীরভক্তি নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও iii
  • i, ii ও iii

১২. বহিপীরের বাড়ি কোথায়?

  • ময়মনসিংহে
  • সুনামগঞ্জে
  • ফরিদপুরে
  • রাজশাহীতে