নাটকের চরিত্র পরিচিতি : বহিপীর

নাটকের চরিত্র পরিচিতি : বহিপীর

১. 'বহিপীর' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • 'বহিপীর' নাটকটি কত সালে প্রকাশিত হয়? ১৯৫৫
  • ১৯৬০
  • ১৯৫৮
  • ১৯৬৬

২. বহিপীর হলেন 'বহিপীর' নাটকের- i. কেন্দ্রীয় চরিত্র ii. নাম চরিত্র iii. গুরুত্বপূর্ণ চরিত্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৩. কাকে কেন্দ্র করে 'বহিপীর' নাটকের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে?

  • বহিপীর
  • তাহেরা
  • হাশেম আলি
  • হাতেম আলি

৪. তাহেরা চরিত্রটি- i. অনমনীয় ii. মানবিক iii. নতুন দিনের প্রতীক নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. বহিপীর' নাটকের কোন চরিত্রটি বহিপীরের বিপরীত চরিত্র?

  • তাহেরা
  • হাতেম আলি
  • হাশেম আলি
  • খোদেজা

৬. হাশেম আলি সম্পর্কে বলা যায়- i. আধুনিক ii. যুক্তিবাদী iii. মানবিক অনুভূতিসম্পন্ন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii