বহিপীর-২ ১. হাতেম আলি যে বন্ধুর কাছে টাকা ধার করতে গিয়েছিলেন তার নাম কী? আলাউদ্দিন আহসানউদ্দিন আহবাবউদ্দিন আনোয়ারউদ্দিন ২. নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: গ্রামের রাস্তা নির্মাণে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে চাইলে গ্রামবাসী সম্মিলিতভাবে এর বিরোধিতা করে। অবশেষে ঠিকাদার মানসম্মত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করতে বাধ্য হয়। ১২. উদ্দীপকের গ্রামবাসীর মানসিকতার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? বহিপীর হাতেম তাহেরা খোদেজা বহিপীর হাতেম তাহেরা খোদেজা ৩. উক্ত চরিত্রে লক্ষ করা যায়- i. মানবিকতার পরিচয় ii. অধিকার সচেতনতা iii. অনমনীয় দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক? i ii i ও ii i, ii ও iii ৪. কোন ডাকটা হাতেমের কাছে ঠাট্টার মতো শোনায়? হুজুর মালিক জমিদার সাহেব ৫. "আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না।" কথাটি কে বলে? তাহেরা বহিপীর হাতেম হাশেম ৬. উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭নম্বর প্রশ্নের উত্তর দাও: গাঁওদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সামাদ মিয়ার বেশ সুনাম রয়েছে। অর্থবিত্ত না থাকলেও, নৈতিকতাই ছিল তাঁর সবচেয়ে বড় সম্বল। ১৬. উদ্দীপকের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের মিল আছে? হকিকুল্লাহর বহিপীরের হাতেম আলির হাশেম আলির ৭. যে কারণে উক্ত চরিত্রটি একটি উজ্জ্বল চরিত্র- i. স্থিতধী ii. আত্মনিমগ্ন iii. উচ্চমানবিক চেতনাসম্পন্ন নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. "হকিকুল্লাহ পর্যন্ত ভাবিতে শুরু করিয়াছে" বহিপীরের এই কথা বলার কারণ কী? তাহেরা পালিয়ে যাওয়ায় হকিকুল্লাহর চিন্তিত হওয়া নিজের বিচারবুদ্ধি খাটিয়ে পুলিশ না ডাকা জমিদারকে টাকা ধার দেওয়ার পরামর্শ দেওয়া নিজ উদ্যোগে হাশেম আলির চলাফেরায় নজর রাখা ৯. 'বহিপীর' নাটকে সর্বশেষ উক্তিকারী কে? হাতেম হাশেম বহিপীর তাহেরা কুইজ সমাপ্ত করুন