উপন্যাসের ধারণা ও সঙ্গা ১. আধুনিক উপন্যাসের সূচনা ঘটার পিছনে প্রভাবক ছিল- i. লিখতে শেখা ii. ছাপাখানার আবির্ভাব iii. গল্পকথকদের বিলুপ্তি নিচের কোনটি সঠিক? i i ও ii ii ও iii i, ii ও iii ২. ফস্টারের মতে, উপন্যাসের শব্দসংখ্যা কমপক্ষে কত হাজার হওয়া বাঞ্ছনীয়? বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ৩. 'উপন্যাস' শব্দটির ইংরেজি প্রতিশব্দ- i. Fiction ii. Novel iii. Short story নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. এ পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস কোনটি? ওয়ার অ্যান্ড পিস আসপেক্টস অব দ্যা নভেল ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড ইন সার্চ অব লস্ট টাইম কুইজ সমাপ্ত করুন