পাঠ পরিচিতি-১ ১. বাঙালি কী উড়িয়ে বঙ্গ জননীর কোলে ফিরে এসেছে? জয়মালা কার্তুজ স্বাধীনতা বর্ণমালা ২. সাহসী জননী বাংলার বুকে চাপা আছে কোনটি? মহা প্রতিরোধ মৃতের আগুন ঘৃণার কার্তুজ বাঘের থাবা ৩. বাঙালি কী উড়িয়ে বঙ্গ জননীর কোলে ফিরে এসেছে? জয়মালা কার্তুজ স্বাধীনতা বর্ণমালা ৪. "কবিতার হাতে রাইফেল" উক্তিটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? প্রতীকী অর্থে রূপক অর্থে উপমা হিসেবে তুলনা অর্থে ৫. সাহসী জননী বাংলা' কবিতাটির কোন চরণে রূপকথার উপাদান ব্যবহার করা হয়েছে? তোদের অসুর নৃত্য… ঠা ঠা হাসি… ফিরিয়ে দিয়েছি চির কবিতার দেশ… ভেবেছিলি অস্ত্রে মাত হবে ভাইবোন কে ঘুমায়? জাগে, নীলকমলেরা জাগে যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি ৬. বাঙালিদের সম্পর্কে যা বলা হয়েছে- i. অনার্য জাতি ii. খর্বদেহ iii. ভীতু নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: "শাবাশ, বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে-পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়।" কবিতাংশের সাথে 'সাহসী জননী বাংলা' কবিতার চেতনাগত সাদৃশ্য কোনটি? শ্রেণিবিভেদ শ্রেণিবিভেদ বিজয়ী হওয়ার কৌশল সংহতির চেতনা ৮. উক্ত চেতনার পরিপূর্ণতা লাভ হয়- i. মহা প্রতিরোধে বাঘের থাবায় ii. সাহসের ইস্পাত দৃঢ়তায় iii. সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করায় নিচের কোনটি সঠিক? i ii i ও ii i, ii ও iii ৯. 'নীলকমলেরা' বলতে কাদেরকে বোঝায়? নির্ভীক প্রহরীদের সাহসী অভিযাত্রীদের সহৃদয় মানুষদের মুক্তিযোদ্ধাদের ১০. 'সাহসী জননী বাংলা' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধূলি ও সাগর দৃশ্য মিছিলের সমান বয়সী এসেছি নিজের ভোরে পান্থশালার ঘোড়া কুইজ সমাপ্ত করুন