কৃষি ও জলবায়ু-১

কৃষি ও জলবায়ু-১

১. কৃষির উপর কোনটি বেশি প্রভাব ফেলে ?

  • তাপমাত্রা
  • বৃষ্টিপাত
  • আর্দ্রতা
  • আলো

২. পাট চাষের জন্য সর্বোত্তম তাপমাত্রা নিচের কোনটি ?

  • ৬৫ ডিগ্রি ফা.
  • ৪০ ডিগ্রি ফা.
  • ৯০ ডিগ্রি ফা.
  • ৫০ ডিগ্রি ফা.

৩. পৃথিবীর বিভিন্ন স্থানে তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির কারণ কোনটি ?

  • অক্ষাংশ
  • দ্রাঘিমাংশ
  • দিনের দৈর্ঘ্য
  • পৃথিবীর আকার

৪. বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয় ?

  • লালপুর
  • লালখান
  • টেকনাফ
  • তেঁতুলিয়া

৫. নিচের কোন সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল ?

  • ২০০০
  • ২০০১
  • ২০০৩
  • ২০০৫

৬. বোরো ধান, সরিষা, মুলা ইত্যাদি কোন ঋতুর ফসল ?

  • রবি
  • খরিপ
  • বর্ষা
  • হেমন্ত

৭. শীতকালীন শাকসবজি চাষের উপযোগী তাপমাত্রা কত ?

  • ১৫-২০
  • ২৫-৩০
  • ২০-২৫
  • ১০-১৫

৮. কোনটি আলোক সংবেদনশীল ধানের জাত ?

  • বি আর-১
  • বি আর-৫
  • বি আর-২১
  • বি আর-৩২

৯. বাংলাদেশে কোন মাসে অধিক বৃষ্টিপাত হয় ?

  • জুলাই-আগস্ট
  • মার্চ-এপ্রিল
  • জানুয়ারি-ফেব্রুয়ারি
  • নভেম্বর-ডিসেম্বর

১০. ভূপৃষ্ঠের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বলে-

  • বায়ুর চাপ
  • বায়ুর প্রবাহ
  • বায়ুর দিক
  • বায়ুর তাপমাত্রা