ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি-২ ১. ভূমি সংরক্ষণের উপায় কোনটি ? জৈব সার প্রয়োগ করা চুন প্রয়োগ করা গন্ধক প্রয়োগ করা রাসায়নিক সার প্রয়োগ করা ২. কোন মাটিতে সব কণার অনুপাত সমান থাকে ? এঁটেল মাটি দোআঁশ বেলে পলি মাটি ৩. মাটির অম্লমান কমানোর জন্য মাটিতে কোন পদার্থটি প্রয়োগ করতে হয় ? ম্যাগনেসিয়াম সার নাইট্রোজেন পটাশ ৪. গমের ক্ষেতে প্রথম সেচটি কখন দেওয়া প্রয়োজন হয় ? মুকুট মূল গজানোর সময় কুশি গজানোর সময় শীষ গজানোর সময় পুষ্পায়নের সময় ৫. মাটির অম্লত্ব বাড়ে কোনটির জন্য ? হাইড্রোজেন হাইড্রোক্সিল নাইট্রোজেন সালফার ৬. মাটির কোন কণা সবচেয়ে ছোট ? কর্দম বেলে দোআঁশ পলি ৭. এ ডব্লিউ ডি সেচ পদ্ধতির ক্ষেত্রে নিচের কোনটি অবশ্যই প্রয়োজন হবে ? ছিদ্রযুক্ত প্লাষ্টিক পাইপ ছিদ্রযুক্ত ঝাঝরি ছিদ্রবিহীন পানির জার ছিদ্রবিহীন পলিথিনের পাইপ ৮. সবচেয়ে সাশ্রয়ী পানি সেচ পদ্ধতি কোনটি ? ড্রিপ রিং বেসিন নালা চেক বেসিন ৯. মৃত্তিকা দ্রবঙ্গর pH কত হলে উভয় লিটমাস কাগজের রং অপরিবর্তিত থাকে ? ৬ ৭ ৮ ৯ ১০. সেচের পানি মাটির অভ্যন্তরে কোথায় অবস্থান করে ? মৃত্তিকা কণাতে মৃত্তিকা ছিদ্রে জৈব পদার্থে খনিজ পদার্থে কুইজ সমাপ্ত করুন