বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি-২

বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি-২

১. রেশম চাষের কারণ কোনটি ?

  • অর্থনৈতিক উন্নয়ন
  • সুতা উৎপাদন
  • পোকা পালন
  • সৌখিন কাজ

২. বাংলাদেশে সেরিকালচার বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় ?

  • ১৯৭৬
  • ১৯৭৭
  • ১৯৭৮
  • ১৯৭৯

৩. শিম জাতীয় উদ্ভিদ কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন বৃদ্ধি করে ?

  • মাইসেলিয়াম
  • ভলবক্স
  • ছত্রাক
  • রাইজোবিয়াম

৪. কোন উদ্ভিদকে সবুজ অবস্থায় চাষ দিয়ে মাটির সাথে মেশানোর ফলে পচে যে সার তৈরি হয় তাকে বলে-

  • সবুজ সার
  • জৈব সার
  • ইউরিয়া সার
  • কম্পোস্ট সার

৫. প্রজননের কত দিন পর গাভী বাচ্চা প্রসব করে ?

  • ২৭০-২৮৫
  • ২৮৫-২৯০
  • ২৯০-৩০০
  • ৩০০-৩০৫

৬. মাশরুমের বীজকে কি বলে ?

  • স্পন
  • বীজ
  • ছত্রাক
  • ভাইরাস

৭. রেশম পোকা কোন গাছের পাতা খায় ?

  • কলা
  • পাট
  • তুঁত
  • তেঁতুল

৮. ধান বীজ সংগ্রহে আর্দ্রতার মাত্রা কত ?

  • ৮-১০%
  • ১০-১২%
  • ১২-১৫%
  • ১৫-২০%

৯. রেশম কীটের দেহ হতে নিঃসৃত আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরি করা হয় ?

  • রেশমি
  • সুতি
  • শিফন
  • ভেলভেট

১০. নিচের কোন রোগটি মাশরুমের ক্ষেত্রে দেখা যায় ?

  • ফুসকুড়ি
  • মোজাইক
  • কুকড়ানো
  • এনথ্রাকনোজ