মাঠ ও উদ্যান ফসল উৎপাদন-১

মাঠ ও উদ্যান ফসল উৎপাদন-১

১. আখের বীজ শোধনকারী ওষুধের নাম?

  • ব্যাভিস্টিন
  • ২-৪ডি
  • রিজেন্ট
  • ম্যালাথিয়ন

২. আউশ, আমন ও বোরো উভয় মৌসুমে চাষ করা যায় ধানের এমন জাত

  • বিআর-৩
  • বিআর-১৪
  • ব্রিধান-৫৭
  • বিনা ধান-৮

৩. বড় ফুল পাওয়ার জন্য ডালিয়া গাছের কোন অংশ ছাঁটাই করতে হয় ?

  • পার্শ্বকুড়ি
  • পাতা
  • শিকড়
  • মুকুট

৪. আখের সর্বাপেক্ষা উন্নত জাত কোনটি ?

  • ঈশ্বরদী-১৬
  • ঈশ্বরদী-২/৫৪
  • ঈশ্বরদী-২০
  • ঈশ্বরদী-২১

৫. নিচের কোনটি নেমাটোড দ্বারা হয় ?

  • উফবা
  • টুংরো
  • ব্লাস্ট
  • ব্লাইট

৬. কোনগুলো ডাল জাতীয় ফসল ?

  • মুগ-মসুর
  • তিল-সরিষা
  • গম-সূর্যমুখী
  • ভুট্টা-চিনা বাদাম

৭. কোনটি পেয়ারার স্থানীয় জাত ?

  • অগ্নিশ্বর
  • স্বরূপকাঠি
  • কানাইবাশি
  • দোয়েল

৮. ব্রাগ, ডেভিস, সোহাগ ইত্যাদি কোন ফসলের জাত ?

  • সয়াবিন
  • পাট
  • তুলা
  • সরিষা

৯. সাধারণত কোনটির মাধ্যমে রসুন চাষ করা হয় ?

  • কন্দ
  • কলম চারা
  • জনন মূলের সাহায্যে
  • প্রকৃত বীজ

১০. কাঞ্চন নগর, মুকুন্দপুরী, স্বরূপকাঠি ইত্যাদি কোন ফলের জাত ?

  • পেয়ারা
  • কুল
  • আম
  • কাঁঠাল