ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি-১

ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি-১

১. SRI পদ্ধতিতে রোপণকৃত চারার উপযুক্ত বয়স-

  • ১২ দিন
  • ২০ দিন
  • ৩০ দিন
  • ৩৫ দিন

২. গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান মোট কয়টি ?

  • ৮টি
  • ১৭টি
  • ৯টি
  • ১৪টি

৩. ভূগর্ভস্থ পানির অন্যতম উৎস হলো-

  • বৃষ্টিপাত
  • খাল
  • বিল
  • তুষারপাত

৪. কোন পানিতে দ্রবীভূত অবস্থায় উদ্ভিদের খাদ্য উপাদান থাকে ?

  • আর্দ্রিক পানি
  • জলাকর্ষী পানি
  • কৈশিক পানি
  • মুক্ত পানি

৫. এস আর আই পদ্ধতিতে কোন ফসলে সেচ দেওয়া হয় ?

  • গম
  • ধান
  • ভু্ট্টা
  • কাউন

৬. কুমড়া, লাউ ইত্যাদি বাগানে সেচ দেওয়া হয় কোন পদ্ধতিতে ?

  • ড্রিপ পদ্ধতিতে
  • নালা পদ্ধতিতে
  • রিং বেসিন পদ্ধতিতে
  • আইল পদ্ধতিতে

৭. বেলে মাটি কম পানি ধারণের কারণ কী ?

  • সূক্ষ্ম রন্ধ্র পরিসর বেশি
  • স্থূল রন্ধ্র পরিসর বেশি
  • সূক্ষ ও স্থূল রন্ধ্র পরিসর সমান
  • কোনো রন্ধ্র পরিসর নেই

৮. এস আর আই পদ্ধতিতে চারা রোপণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হয় ?

  • বর্গাকার
  • আয়তাকার
  • ত্রিকোণাকার
  • ষড়ভুজাকার

৯. মাটির কোন কণা সবচেয়ে ছোট ?

  • কর্দম
  • বেলে
  • দোআঁশ
  • পলি

১০. সমন্বিত ধান চাষ পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয় ?

  • ১৯৬০ সালে
  • ১৯৭৫ সালে
  • ১৯৮৫ সালে
  • ১৯৯০ সালে