ব্যবসায়ের মৌলিক ধারণা-১

ব্যবসায়ের মৌলিক ধারণা-১

১. কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?

  • উপযোগ সৃষ্টি
  • বিক্রয়ের অভিপ্রায়
  • মুনাফা অজন
  • দুরদৃষ্টি

২. ব্যবসায়িক কাজের অন্তর্ভুক্ত হলো- i. ভাড়ার বিনিময়ে গাড়ি চালানো ii. পুকুর থেকে মাছ ধরে বিক্রি করা iii. পরিবারের জন্য সবজি চাষ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৩. বাণিজ্য ব্যবসায়ের কী ধরনের শাখা?

  • পণ্য উৎপাদনকারী
  • পণ্য বণ্টনকারী
  • পণ্য সংরক্ষণকারী
  • পণ্য প্রচারকারী

৪. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির উদ্দেশ্য কী?

  • এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার
  • যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানো
  • পণ্য সময়মতো প্রেরণের ব্যবস্থা
  • পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা

৫. উৎপাদনের বাহন কোনটি?

  • শিল্প
  • বাণিজ্য
  • অর্থ্
  • শ্রমিক-কর্মী

৬. কোনটি শিল্পের গুরুত্বপূর্ণ ক্ষেত্র?

  • নির্মাণ
  • পরিবহন
  • বাজারজাতকরণ
  • খুচরা ব্যবসায়

৭. কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত বিষয়?

  • পাট শিল্প
  • তুলা চাষ
  • রাস্তা নির্মাণ
  • সাবান শিল্প

৮. বাণিজ্যের কাযক্রম শুরু হয় কখন?

  • পণ্য উৎপাদনের পর থেকে
  • মূলধন বিনিয়োগের পর থেকে
  • পরিকল্পনা প্রণয়নের পর থেকে
  • কাঁচামাল সংগ্রহের পর থেকে

৯. শিল্পক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যকে উৎসাহিত করে- i. দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ii. মুক্ত বাজার অর্থনীতি iii. সাধারণ বাজার ব্যবস্থা নিচের কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. পণ্য উৎপাদনের পর ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যেসব বাধার সম্মুখীন হতে হয়- i. প্রসারগত ii. তথ্য সংক্রান্ত iii. স্বত্বগত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii