ব্যবসায় পরিবেশ-৩

ব্যবসায় পরিবেশ-৩

১. ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে শিল্পনীতি হলো- i. মূলধন সংগ্রহের উৎস ও উপায়সমূহ ii. বিনিয়োগ ভাতা এবং কর কাঠামো iii. অগ্রাধিকারযুক্ত খাত চিহ্নিতকরণ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলো কে সৃষ্টি করে?

  • সরকার
  • ব্যাংক
  • মানুষ
  • সংস্থা

৩. উৎপাদিত দ্রব্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বণ্টনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা অধিক?

  • প্রাকৃতিক
  • অর্থনৈতিক
  • রাজনৈতিক
  • সামাজিক

৪. কীসের মাধ্যমে আবিষ্কৃত তত্ত্ব ও জ্ঞানকে মানুষের প্রয়োজনমাফিক ব্যবহার করা যায়?

  • বিজ্ঞানের মাধ্যমে
  • প্রযুক্তির মাধ্যমে
  • অর্থের মাধ্যমে
  • সম্পদের মাধ্যমে

৫. কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?

  • প্রযুক্তিগত
  • রাজনৈতিক
  • সামাজিক
  • প্রাকৃতিক

৬. নিচের কোন কারণে উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণে নিরুৎসাহিত হয়?

  • আমদানি-রপ্তানি নীতি অসঙ্গতিপূর্ণ হওয়ায়
  • ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার ভাবনায়
  • আয়কর আইন না থাকায়
  • সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা না থাকায়

৭. ব্যবসায় পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে- i. অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা ii. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা iii. সরকারের পৃষ্ঠপোষকতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. মূলধনের স্বল্পতা দূরীকরণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ হলো i. শেয়ার বাজার উন্নতকরণ ii. সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা iii. মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. উদার বিনিয়োগ নীতি প্রণয়নের মাধ্যমে কোন কাজটি করা যায়?

  • অর্থনৈতিক পরিবেশের উন্নয়ন
  • ব্যক্তিগত উন্নয়ন
  • ধর্মীয় উন্নয়ন
  • রাজনৈতিক উন্নয়ন

১০. আর্থিক নীতি বলতে বোঝায়- i নিয়ন্ত্রিত অর্থনীতি ii. মুক্ত বাজার অর্থনীতি iii. মিশ্র অর্থনীতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii