সমবায় সমিতি-১

সমবায় সমিতি-১

১. পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি?

  • ইচডেল
  • রচডেল
  • বেসল্যান
  • স্যানডন

২. উপমহাদেশে সমবায় আন্দোলন কত সালে শুরু হয়?

  • ১৮৯৫
  • ১৯০৪
  • ১৯১২
  • ১৯১৭

৩. জনকল্যাণ কোন সংগঠনের মূল উদ্দেশ্য?

  • অংশীদারি সংগঠন
  • একমালিকানা সংগঠন
  • সমবায় সংগঠন
  • কোম্পানি সংগঠন

৪. সমবায় সমিতি কোন ধরনের সংগঠন?

  • অমুনাফাভোগী
  • স্বেচ্ছামূলক
  • স্বায়ত্তশাসিত
  • প্রতিনিধিমূলক

৫. BARD কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৫৮ সালে
  • ১৯৭১ সালে
  • ১৯৮৯ সালে
  • ১৯৫৯ সালে

৬. বাংলাদেশ কত সালের সমবায় আইন চালু হয়েছে?

  • ১৯৮৪
  • ১৯৮৭
  • ২০০১
  • ২০০৪

৭. সমবায়ের ক্ষেত্রে ড. আকতার হামিদ খানের গড়া মডেলকে কী বলে?

  • চট্টগ্রাম মডেল
  • কুমিল্লা মডেল
  • টাঙ্গাইল মডেল
  • ফরিদপুর মডেল

৮. সমবায় সমিতির ব্যবস্থাপনার কার্যাবলী কাদের ওপর ন্যস্ত থাকে?

  • সদস্যদের ওপর
  • ব্যবস্থাপনা পর্ষদের ওপর
  • উদ্যোক্তাদের ওপর
  • অভিজ্ঞ সদস্যদের ওপর

৯. একজন ব্যক্তি তাদের পরিচালিত ব্যবসায়ের অর্জিত মুনাফার ১০% সঞ্চয় তহবিলে জমা করেন।

  • প্রাইভেট লি.
  • অংশীদারি
  • পাবলিক লি.
  • সমবায়

১০. বিভিন্ন ধর্ম ও গোত্রের ১০ জন নিম্ন আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করল। এখানে কোন নীতিটি বেশি ভূমিকা রাখছে?

  • নিরপেক্ষতা
  • সততা
  • একতা
  • সাম্য