ব্যবসায়ের মৌলিক ধারণা-৩

ব্যবসায়ের মৌলিক ধারণা-৩

১. মি. এজাজুল ইসলাম ডাক্তারি বিদ্যা অর্জন করে নিজ গ্রামে চিকিৎসা পেশায় নিয়োজিত হলেন। এটি কোন শ্রেণির ব্যবসায়?

  • শিল্প
  • বাণিজ্য
  • সেবা
  • প্রত্যক্ষ সেবা

২. বিমার মাধ্যমে কোনটি সম্ভব?

  • লেনদেনের ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা
  • অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর করা
  • জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করা
  • কালগত প্রতিবন্ধকতা দূর করা

৩. একজন ব্যবসায়ীকে দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন করতে হলে কোন কাজটি করা একান্ত প্রয়োজন?

  • উৎপাদন অব্যাহত রাখা
  • সম্পদের সুষ্ঠু ব্যবহার
  • জনশক্তির সদ্বব্যবহার
  • গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য উদ্ভাবন

৪. কোনটি ট্রেড সহায়ক কাজ ?

  • গুদামজাতকরণ
  • উৎপাদন
  • খুচরা ব্যবসায়
  • পুনঃরপ্তানি

৫. কাঁচা পাট থেকে বস্তা তৈরি। এটির মাধ্যমে কী সৃষ্টি হয়?

  • স্থানগত উপযোগ
  • সময়গত উপযোগ
  • জ্ঞানসংক্রান্ত উপযোগ
  • রূপগত উপযোগ

৬. বাজারে বিজ্ঞাপনের মাধ্যমে কীভাবে পণ্যের চাহিদা সৃষ্টি করা হয়?

  • পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করে
  • পণ্যের উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভোক্তাকে অবগত করে
  • পণ্যের প্রাপ্তি স্থান সম্পর্কে অবগত করে
  • পণ্যের গুণগত তথ্য প্রদান করে

৭. কোন কাজের জন্য বিশেষায়িত ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠেছে?

  • বিমা
  • প্যাকিং
  • পরিবহন
  • বিজ্ঞাপন

৮. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা হয়- i. ফলের দোকানে ii. কাঁচা বাজারে iii. স্টেশনারি দোকানে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. বাংলাদেশের ব্যাংকসমূহ জনগণকে কীসে উদ্বুদ্ধ করে?

  • ব্যয়ে
  • পুঁজিতে
  • সঞ্চয়ে
  • জনসেবায়

১০. সেবা প্রদানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা লাভ করছে- i. সরবরাহকারী ব্যবসায় ii. বন্টনমূলক ব্যবসায় iii. গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবসায় নিচের কোনটি সঠিক?

  • i ও ii  
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii