ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-৩

ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-৩

১. ব্যবসায়ীদের সমাজের উন্নয়নে কাজ করার মুলে কোনটি রয়েছে?

  • সামাজিক দায়বদ্ধতা
  • মুনাফা অর্জন
  • প্রতিযোগিতা মোকাবেলা
  • সরকারের দৃষ্টি আকর্ষণ

২. ব্যবসায়ের শ্রমিক-কর্মীদের জন্য গৃহস্থালির পণ্যসামগ্রী স্বল্পমূল্যে সরবরাহ করা হলে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য কোনটি হবে?

  • মুনফা অর্জন
  • সুনাম বৃদ্ধি
  • জনকল্যাণ
  • সমাজ উন্নয়ন

৩. খাদ্য উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের কোন ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হয়?

  • ভোক্তার স্বাস্থ্য
  • ভোক্তার আর্থিক অবস্থা
  • ব্যবসায়ের নৈতিকতা
  • দেশের সুনাম

৪. ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে কী উৎপন্ন করে?

  • ছত্রাক
  • টক্সিন
  • অম্লত্ব
  • ফরমালিন

৫. ফলে ফরমালিন দিয়ে বিক্রি করা কোন ধরনের কাজ?

  • অর্থনৈতিক
  • স্বার্থপরতা
  • অমানবিক
  • অনৈতিক

৬. ফল পাকানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কী?

  • ফরমালিন
  • ক্যালসিয়াম কার্বাইড
  • মির্ডকর
  • এসপারজিলাস

৭. মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় কেন?

  • উচ্চফলনশীল খাদ্যদ্রব্য উৎপাদন ও ভোগ করায়
  • খাদ্যে অনুমোদিত ভিনেগার ব্যবহার করায়
  • প্রকৃতি প্রদত্ত ফল গ্রহণ করায়
  • প্রিজারভেটিভযুক্ত খাবার গ্রহণ করায়

৮. মোল্ড জাতীয় ছত্রাক হলো- i. মিউকর ii. ইসপারিজিলাস iii. ইস্ট নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

৯. প্রিজারভেটিভের অন্যতম ধরন হলো i. ভিনেগার ii. সালফার ডি-অক্সাইড iii. সালফেটের লবণ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. ক্ষেত খামারের উৎপাদিত শাকসবজিতে রাসায়নিক ব্যবহারের ফলে- i. উৎপাদন ব্যবস্থায় আধুনিকায়ন ঘটছে ii. প্রাণিবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে iii. পরিবেশ বিপন্ন হচ্ছে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii