ব্যবসায় পরিবেশ-২

ব্যবসায় পরিবেশ-২

১. সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো- i. জনসংখ্যা ii. শিক্ষা ও সংস্কৃতি iii. দেশীয় ঐতিহ্য নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. আন্তর্জাতিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত- i. মুক্তবাজার অর্থনীতি ii. আঞ্চলিক জোট iii. রাজস্ব নীতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৩. মি. সাগর আহমেদ পাট শিল্প গড়ে তোলার জন্য ঊর্বর সমতল ভূমি নির্বাচন করেন। উক্ত ভূমি নির্বাচন করার কারণ হলো উক্ত ভূমি- i. পাট চাষের জন্য উপযুক্ত ii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার জন্য উপযুক্ত iii. রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উপযুক্ত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. প্রযুক্তিগত পরিবেশের উপাদান হলো- i. বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ii. গবেষণাধর্মী প্রতিষ্ঠান iii. কারিগরি প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • i, ii ও iii
  • ii ও iii

৫. ব্যবসায় প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?

  • নৈতিকতা ও মূল্যবোধ
  • ধর্ম ও বর্ণ
  • ভূ-প্রকৃতি
  • বিজ্ঞান ও কারিগরি শিক্ষা

৬. সমুদ্র তীরবর্তী অঞ্চলে সজল পোশাক সরবরাহ করে থাকে। এ জন্য সজলকে ঐ অঞ্চলের কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?

  • আবহাওয়া
  • জলবায়ু
  • সংস্কৃতি
  • পেশা

৭. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়- i. মানুষের জীবনধারা ii. সংস্কৃতি iii. অর্থনীতি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. হরতাল, ধর্মঘট প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসা-বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলে?

  • ক্রেতার ক্রয়ক্ষমতা হ্রাস পাবে
  • সার্বিক বিনিয়োগ হ্রাস পাবে
  • উৎপাদনের অবস্থা স্থির রাখে
  • পরিবহন সমস্যার উত্তরণ ঘটায়

৯. ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হতে কী গঠিত হয়?

  • মূলধন
  • ঋণ
  • রাজস্ব
  • অর্থ

১০. রাজস্ব বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে ব্যবসায় গঠন সহজ হয়?

  • আইন-শৃঙ্খলা
  • মূলধন
  • জাতীয় আয়
  • বিনিয়োগ নীতি